Weather Update: রাতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, ফেব্রুয়ারির শুরু থেকেই ভিজবে একের পর এক জেলা

Weather Update: বুধবার রাতেই আবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। এদিন রাতে মালদহ ও দুই দিনাজপুর বাদে সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Weather Update: রাতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, ফেব্রুয়ারির শুরু থেকেই ভিজবে একের পর এক জেলা
শীতেও বৃষ্টির পূর্বাভাস।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2024 | 8:29 PM

কলকাতা: কখনও হাড় কাঁপানো, কখনও একটু কম, জানুয়ারির গোটা পর্বেই এরকমই ওঠাপড়া দেখা গিয়েছে শীতের। কিন্তু, মাসের শেষবেলায় এসে খানিকটা হলেও শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, বর্তমানে বঙ্গোপসাগরের উপর এখটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। সে কারণেই সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকতে শুরু করেছে। একইসঙ্গে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকেই একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃর্ত রয়েছে। সে কারণেই আগামী ২ দিনের মধ্যে ভিজতে পারে বাংলার একাধিক জেলা। 

তবে বৃষ্টি হলেও হাওয়া অফিস বলছে তা হবে হালকা থেকে মাঝারি মাত্রার। আলিপুর আবহওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে থাকছে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে ৪ তারিখ থেকে ফের কমে আসবে বৃষ্টির দাপট। তবে শুধু এই জেলাগুলি নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরও একাধিক জেলাতেই। 

বুধবার রাতেই আবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে  দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। এদিন রাতে মালদহ ও দুই দিনাজপুর বাদে সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন মাসের শুরুতেই ফেব্রুয়ারির ১ ও ২ তারিখ উত্তরবঙ্গের সব জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিন রাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতে। রাত পোহালেই বাড়বে বৃষ্টির মাত্রা। এমনটাই বলছে মৌসম ভবন। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৯ থেকে ৮৯ শতাংশের আশপাশে।