Narendrapur: শিক্ষক-পেটানো প্রবীর তৃণমূল করেন? বেপাত্তা সন্তান কোথায় আছেন জানেন না মা
Narendrapur: বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্রবীর সর্দারের মা বেরিয়ে আসেন। ভাইরাল ভিডিয়োর ছবি দেখিয়ে তাঁকে প্রবীরের কথা জিজ্ঞেস করা হলে তিনি জানান, প্রবীর সর্দার তাঁর ছেলে। কিন্তু, কোথায় আছেন তা তিনি জানেন না।
কলকাতা: নরেন্দ্রপুরের বলরামপুর এম এন বিদ্যামন্দিরে শিক্ষক পেটানোর ঘটনায় চাপানউতর চলছেই। শোরগোল রাজনীতির আঙিনাতেও। নিন্দার ঝড় নাগরিক মহলে। বেপরোয়াভাবে শিক্ষকদের পেটানোর অভিযোগে ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা। মাত্র ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ঘটনায় অনেকের যুক্ত থাকার অভিযোগ থাকলেও কেন শুধু ৪ জন গ্রেফতার? সেই প্রশ্ন উঠছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে যে ব্যক্তিকে এলোপাথাড়ি মারধর করতে দেখা যায় শিক্ষকদের, সেই প্রবীর সর্দার এখনও পলাতক। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের অন্তর্গত চকবলাইবাগ গ্রামে সেই প্রবীর সর্দারের বাড়িতে গিয়েছিল টিভি-৯ বাংলা।
বাড়ির সামনে গিয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও প্রথমে কারও সাড়া শব্দ পাওয়া যায়নি। বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্রবীর সর্দারের মা বেরিয়ে আসেন। ভাইরাল ভিডিয়োর ছবি দেখিয়ে তাঁকে প্রবীরের কথা জিজ্ঞেস করা হলে তিনি জানান, প্রবীর সর্দার তাঁর ছেলে। কিন্তু, কোথায় আছেন তা তিনি জানেন না।
আরও কিছুক্ষণ ডাকাডাকি করার পর প্রবীর সর্দারের বাড়ির দরজায় বেল দিতে বেরিয়ে আসেন তাঁর মেয়ে, ছবি দেখিয়ে তাঁকেও জিজ্ঞেস করা হয়। তিনি জানান, প্রবীর সর্দার তাঁর বাবা। গত শনিবারের পর থেকে তাঁর বাবার সঙ্গে কোনও যোগাযোগ নেই। স্কুলে ঢুকে শিক্ষক পেটানোর ঘটনা নিয়েও তাঁর মেয়ে মুখ খুলতে নারাজ। ঘটনার বেশ কয়েকজন কেটে গেলেও এখনও খোঁজ নেই প্রবীর সর্দার-সহ অভিযুক্তদের। এর পিছনে রাজনৈতিক প্রভাব কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবীর সর্দারের স্ত্রী পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। প্রবীর সর্দার স্থানীয় এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত এলাকায়।