Menaka Gambhir: আপাতত ব্যাঙ্ককে যাওয়া হচ্ছে না মেনকার, আর্জি খারিজ হাইকোর্টে
Menaka Gambhir: মা অসুস্থ, তাই ব্যাঙ্ককে যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর।
কলকাতা : আপাতত ব্যাঙ্কক যাওয়া হচ্ছে না অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল মেনকার আর্জি। অবকাশকালীন বেঞ্চের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় কোনও নির্দেশ দেননি। এই মামলাকে তিনি রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ আপাতত ব্যাঙ্কক যাওয়ার অনুমতি পেলেন না মেনকা।
ইডির তরফে আইনজীবী মেনকার এই আবেদনে আপত্তি জানানো হয়েছিল। ইডির আইনজীবীর বক্তব্য ছিল, ‘লুক আউট’ নোটিস জারি রয়েছে। তাই দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক হবে না মেনকাকে। কয়লা-কাণ্ডে নাম জড়ানোয় বারবার তাঁকে তলব করেছিল ইডি। ‘লুক আউট’ নোটিস জারি হয় তাঁর বিরুদ্ধে।
কিছুদিন আগে কলকাতা বিমান বন্দরে অভিবাসন দফতরের তরফে বিমানে উঠতে বাধা দেওয়া হয় মেনকা গম্ভীরকে। ইডিকেও জানানো হয় বিষয়টি। তারপর তাঁকে ব্যাঙ্ককে যেতে বাধা দেওয়া হয়। সেপ্টেম্বরেই ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কলকাতা বিমানবন্দরে তাঁকে কেন আটকানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আর এবার ব্যাঙ্কক যাওয়াক অনুমতি চাইলেন তিনি।
উল্লেখ্য, এর আগে এই মামলায় একাধিকবার তলব করা হয়েছে মেনকাকে। শুধু মেনকা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকেও তলব করেছিল ইডি। অভিষেক ও রুজিরা উভয়েই হাজিরা দিয়েছেন ইডি দফতরে।