High Court on Law college Case: যোগেশ চন্দ্র মামলায় মামলাকারীকেই ১ লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

High Court on Law college Case: তথ্য হাতে পেয়েই এদিন মামলাকারীকে ডেকে পাঠান বিচারপতি। জানতে চান, দানিশ টাকা নিয়েছিলেন কি না। মামলাকারীকে জানান, তিনি শিক্ষামূলক ভ্রমণের জন্য ওই টাকা তুলেছিলেন।

High Court on Law college Case: যোগেশ চন্দ্র মামলায় মামলাকারীকেই ১ লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 6:10 PM

কলকাতা: গত কয়েকদিন ধরে হাইকোর্টে চলে যোগেশ চন্দ্র ল কলেজ সংক্রান্ত মামলা। মামলাকারীর অভিযোগের ভিত্তিতে কলেজের অধ্যক্ষা সুনন্দা গোয়েঙ্কাকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে ডিভিশন বেঞ্চ তাঁকে ওই পদে পুনর্বহাল করে। তবে সিঙ্গল বেঞ্চেই ফিরে আসে মূল মামলা। সেই মামলাতেই এবার চাঞ্চল্যকর মোড়। খোদ মামলাকারীর বিরুদ্ধেই উঠল অভিযোগ। তথ্য হাতে পেয়েই মামলা খারিজ করে দিলেন বিচারপতি। শুধু তাই নয়, মামলাকারীকেই জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

অধ্যক্ষার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাটি করেছিলেন দানিশ ফারুকি নামে এক ছাত্র। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে পারেন ওই ছাত্রের বিরুদ্ধেই ২ লক্ষ ২০ হাজার টাকা তোলার অভিযোগ আছে। কলেজের ছাত্রদের থেকেই ওই টাকা তিনি নিয়েছিলেন বলে অভিযোগ। এই তথ্য হাতে পেয়েই এদিন মামলাকারীকে ডেকে পাঠান বিচারপতি। জানতে চান, দানিশ টাকা নিয়েছিলেন কি না। মামলাকারীকে জানান, তিনি শিক্ষামূলক ভ্রমণের জন্য ওই টাকা তুলেছিলেন। এ কথা শুনেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।

শিক্ষামূলক ভ্রমণের জন্য এত টাকা কেন নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। দানিশ ফারুকিকে এক লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিচারপতিক পর্যবেক্ষণ, কলেজ সার্ভিস কমিশন চাইলে অধ্যক্ষার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। আর মামলাকারীর টাকা নেওয়ার বিষয়ে তদন্ত করবে পুলিশ। উল্লেখ্য, একজন ছাত্র কীভাবে অধ্যক্ষাকে সরানোর আবেদন জানিয়ে মামলা করতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।