Mamata Banerjee: ভলান্টিয়ারদের নীল-সাদা ইউনিফর্ম শুনেই মমতা বললেন…

Mamata Banerjee: আজ হাতিবাগান সর্বজনীনের পুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী জানালেন, সেখানকার প্রতিমা তাঁর খুব পছন্দ হয়েছে। শুধু তাই নয়, হাতিবাগানের পুজো কমিটির আরও একটি বিষয় বেশ পছন্দ হয়েছে মমতার। হাতিবাগান সর্বজনীনের পুজোয় এবার যাঁরা ভলান্টিয়ার থাকছেন, তাঁদের ইউনিফর্ম করা হয়েছে নীল-সাদা রঙের। সেটিও খুব পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee: ভলান্টিয়ারদের নীল-সাদা ইউনিফর্ম শুনেই মমতা বললেন...
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 11:45 PM

কলকাতা: পুজোর ঢাকে কাঠি পড়ে গেল আজ থেকেই। কলকাতার পাঁচটি বড় পুজোর (Durga Puja 2023) ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তালিকায় রয়েছে হাতিবাগান সর্বজনীনের দুর্গাপুজোও। এই পুজোর পৃষ্ঠপোষক তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ অতীন ঘোষ। আজ হাতিবাগান সর্বজনীনের পুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী জানালেন, সেখানকার প্রতিমা তাঁর খুব পছন্দ হয়েছে। শুধু তাই নয়, হাতিবাগানের পুজো কমিটির আরও একটি বিষয় বেশ পছন্দ হয়েছে মমতার। হাতিবাগান সর্বজনীনের পুজোয় এবার যাঁরা ভলান্টিয়ার থাকছেন, তাঁদের ইউনিফর্ম করা হয়েছে নীল-সাদা রঙের। সেটিও খুব পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি পুজোর উদ্বোধনের সময় সে কথা নিজেই জানালেন মমতা।

Hatibagan

হাতিবাগান সর্বজনীনের পুজোর ভলান্টিয়ারদের ইউনিফর্ম

এর পাশাপাশি টালা প্রত্যয়ের দুর্গাপুজোর থিম ও মণ্ডপের অন্যান্য সব খুঁটিনাটির খোঁজখবরও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, এবার ইউনেসকোর প্রতিনিধি দলের সঙ্গে আরও অনেক বিদেশিরা আসবেন। বিদেশ থেকে আসা অতিথিদের আদর-আপ্যায়ণে যাতে কোনও খামতি না থাকে, সেই বিষয়টিও দেখার জন্য বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের জন্য যাতে পুজো মণ্ডপে যাওয়ার আলাদা একটি রুটের ব্য়বস্থা করা হয় এবং পুলিশ যাতে একটি গ্রিন চ্যানেলের ব্যবস্থা করে, এদিন পুজোর উদ্বোধনে সেই কথাও বললেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কলকাতার দুর্গাপুজোকে ইতিমধ্যেই ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। ইউনেসকোর এই স্বীকৃতির পর শহরের দুর্গোৎসব গোটা বিশ্বের কাছে আরও ব্যাপক আকারে পরিচিতি পেয়েছে। পুজোর মরশুমে কলকাতায় দুর্গাপুজো দেখতে আসা বিদেশি নাগরিকদের যাতে কোনও সমস্যা না হয়, যাতে তাঁরা নির্বিঘ্নে পুজোর আমেজ উপভোগ করতে পারে, তা নিশ্চিত করে চান মুখ্যমন্ত্রী।