Santanu Sen: আরজি করে মাইকিং শান্তনু সেনের, পদ খুইয়ে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন তৃণমূল নেতা
Santanu Sen: শান্তনু সেন পড়ুয়া, নার্সদের নিরাপত্তার দাবি তুলেছেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এদিনের মধ্যেই। এদিন বারবারই শান্তনু সেনের মুখে শোনা যায়, আরজি কর মেডিক্যাল কলেজ এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কথা। তিনি সেই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবেই এদিন এসেছেন বলে বার্তা দেন।
কলকাতা: ঘটনাচক্রে দলীয় মুখপাত্রের পদ খুইয়েছেন আজই। এরপরই আরজি করে অন্য রূপে দেখা গেল তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনকে। বৃহস্পতিবার মাইকিং করতে দেখা যায় তাঁকে। এদিন শান্তনু সেন মাইক হাতে বলতে থাকেন, “যাঁরা এখানে আন্দোলন করছেন তাঁদের সলিডারিটি জানাতে এসেছি। একইসঙ্গে আমরা দাবি করছি এই আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের উপর গতকাল মধ্যরাতে যে দুষ্কৃতী হামলা হয়েছে, হাসপাতালের সম্পত্তি নষ্ট করেছে তাদের শাস্তি হোক। সোশ্য়াল মিডিয়ায়, টিভিতে তাদের ছবি দেখেছি। পুলিশ চাইলে চিনতে অসুবিধা হবে না।”
এদিন শান্তনু সেন পড়ুয়া, নার্সদের নিরাপত্তার দাবি তুলেছেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এদিনের মধ্যেই। এদিন বারবারই শান্তনু সেনের মুখে শোনা যায়, আরজি কর মেডিক্যাল কলেজ এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কথা। তিনি সেই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবেই এদিন এসেছেন বলে বার্তা দেন।
আরজি কর নিয়ে গত কয়েকদিনে একাধিকবার মুখ খুলেছেন শান্তনু সেন। মুখ খুলেছেন তাঁর স্ত্রীও। এই আবহে বুধবার রাতে দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটে আরজি করে। আর এসবের মধ্যেই বৃহস্পতিবার সকালে শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরানোর কথা ঘোষণা করা হয়। দলের আরেক মুখপাত্র জয়প্রকাশ মজুমজার বলেন, দল মনে করেছে তাই সরিয়ে দেওয়া হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)