RG Kar case: সরাসরি হাসপাতালের কর্মী না হয়েও কীভাবে অবাধ যাতায়াত ‘নিরাপত্তারক্ষীর’? মাথায় হাত রাঘব-বোয়ালের?

RG Kar case: সরাসরি হাসপাতালের কর্মী না হয়েও প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের মতো এলাকায় কীভাবে পৌঁছালেন তিনি? ঘটনার তদন্তে ইতিমধ্যেই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে কলকাতা পুলিশ।

RG Kar case: সরাসরি হাসপাতালের কর্মী না হয়েও কীভাবে অবাধ যাতায়াত ‘নিরাপত্তারক্ষীর’? মাথায় হাত রাঘব-বোয়ালের?
উঠছে একগুচ্ছ প্রশ্নImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2024 | 2:02 PM

কলকাতা: সময় যত যাচ্ছে ততই আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সঞ্জয় রায়কে নিয়ে বাড়ছে রহস্য। সূত্রে খবর, হাসপাতালের সরাসরিভাবে যুক্ত না হলেও আরজি করের আনাচে-কানাচে ছিল তাঁর অবাধ যাতায়াত। তাঁর প্রসঙ্গ উঠতেই আমতা আমতা করছেন কর্মরত নিরাপত্তারক্ষীরা। তাঁকে চেনেন কিনা প্রশ্ন উঠতেই পড়ছেন অস্বস্তিতে। এড়িয়ে যেতে চাইছেন গোটা বিষয়। তবে এক ছাত্রের কথায় এই ব্যক্তি হাসপাতালে ওয়েলফেয়ারের কাজ করতেন। রোগী ভর্তিতে কোনও অসুবিধা বা অন্য কোন সমস্যার দ্রুত সমাধানও করে দিতেন। আর এখানেই উঠে যাচ্ছে একগুচ্ছ প্রশ্ন? 

সরাসরি হাসপাতালের কর্মী না হয়েও প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের মতো এলাকায় কীভাবে পৌঁছালেন তিনি? ঘটনার তদন্তে ইতিমধ্যেই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে কলকাতা পুলিশ। তদন্তে নেমে রাতেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। সকালে গ্রেফতার। সূত্রের খবর, রাতে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের কাছ থেকে তাঁকে ধরেছিল পুলিশ। কিন্তু, তিনি হাসপাতালের ভিতরের কর্মী না হয়েও সেখানে পৌঁছালেন কী করে সেই প্রশ্ন উঠছে নানা মহল থেকে। যা ভাবাচ্ছে তদন্তকারীদেরও। 

তবে কী তাঁর মাথায় হাত রয়েছে কোনও রাঘব-বোয়ালের? নাকি তলে তলে ঘোঁট পাকাচ্ছে রাজনীতি? প্রশ্ন রয়েই যাচ্ছে। প্রসঙ্গত, শুক্রবার সকালে হাসপাতালে সেমিনার রুম থেকে ওই ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুন-ধর্ষণের ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক মহলেও বাড়ছে চাপানউতোর।  এদিকে এদিন বিকাল ৪টে নাগাদ আরজিকর কাণ্ডের নিন্দা জানিয়ে মোমবাতি মিছিলে সামিল হতে চলেছেন মহিলা চিকিৎসকেরা। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে আরজিকর পর্যন্ত এই মিছিল হবে বলে জানা গিয়েছে। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)