Party Wise Vote Share: ১৪০ কোটির দেশে কত ভোট পেল বিজেপি?
Party Wise Vote Share: চব্বিশের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। গেরুয়া শিবির বলছে, খুব শিগগির তৃতীয় মোদী সরকার শপথ নেবে। সরকার গঠনের সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না ইন্ডিয়া জোট। রাজনৈতিক ঘনঘটার মধ্যে দেখে নেওয়া যাক, চব্বিশের নির্বাচনে কোন দল কত ভোট পেল।
কলকাতা ও নয়াদিল্লি: শুরু হয়েছিল ১৯ এপ্রিল। আর শেষ দফা ছিল ১ জুন। প্রায় দেড় মাস ধরে সাত দফায় দেশের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ৫৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। গুজরাটের সুরাট আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন মুকেশ দালাল। ১৪০ কোটির দেশে ভোটার ছিলেন ৯৬ কোটি ৮০ লক্ষের বেশি। তার মধ্যে ভোট দেন ৬৪ কোটি ২০ লক্ষের মতো ভোটার। এই প্রদত্ত ভোটের মধ্যে কোন দল কত ভোট পেল? পদ্মে পড়েছে কত ভোট? বাংলার শাসকদল তৃণমূলই বা কত ভোট পেল? আসন সংখ্যা বাড়ার পাশাপাশি কতটা ভোট বাড়ল কংগ্রেসের? কী বলছে নির্বাচন কমিশনের তথ্য…
চব্বিশের নির্বাচনে কত ভোট পেল বিজেপি?
২০১৪ সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন। চব্বিশের নির্বাচনে বিজেপির আসন কমেছে। এবার তারা পেয়েছে ২৪০টি আসন। দেশের ২৩ কোটি ৫৯ লক্ষ ৭৩ হাজার ৯৬২ জন ভোটার বিজেপিকে ভোট দিয়েছেন। দেশে প্রদত্ত ভোটের ৩৬.৫৬ শতাংশ পেয়েছে গেরুয়া শিবির।
কত ভোট পেল কংগ্রেস?
চোদ্দোয় পেয়েছিল ৪৪ আসন। পাঁচ বছর পর সেই সংখ্যা কয়েকটা বেড়ে হয়েছিল ৫২। কিন্তু, চব্বিশের নির্বাচনে দেশের একাধিক রাজ্যে ঘুরে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস। আগের দুই লোকসভা ভোটের সম্বলিত সংখ্যার চেয়ে বেশি আসন পেয়েছে তারা। অষ্টাদশতম লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। দেশের ১৩ কোটি ৬৮ লক্ষ ৬ হাজার ৮৯ জন ভোটার ভোট দিয়েছেন কংগ্রেসকে। প্রদত্ত ভোটের নিরিখে ২১.১৯ শতাংশ ভোট পেয়েছে তারা।
বাংলায় কত ভোট পেল তৃণমূল?
চব্বিশের নির্বাচনে বাংলায় একাই লড়াই করেছে তৃণমূল। ইন্ডিয়া জোটে থাকলেও বাংলায় বাম-কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেনি তৃণমূল। ৪২টি আসনেই প্রার্থী দিয়েছিল ঘাসফুল শিবির। ভোটের ফল বলছে, উনিশের লোকসভা নির্বাচনের চেয়ে আসন সংখ্যা বেড়েছে তৃণমূলের। পাঁচ বছর আগে রাজ্যে ২২টি আসন জিতেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবার তারা পেয়েছে ২৯টি আসন। হেরেছে ১৩টি আসনে। তার মধ্যে কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বাংলায় তৃণমূলকে ভোট দিয়েছেন ২ কোটি ৭৫ লক্ষ ৬৪ হাজার ৫৬১ জন ভোটার। বাংলা ছাড়া আরও ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূলে। তার মধ্যে কোনও আসনে জিততে পারেনি তারা। সবমিলিয়ে দেশে প্রদত্ত ভোটের ৪.৩৭ শতাংশ তৃণমূল পেয়েছে।
বাংলায় ‘শূন্য’ সিপিএম দেশজুড়ে কত ভোট পেল?
এবারও বাংলায় তারা খাতা খুলতে পারেনি। কিন্তু, চব্বিশের লোকসভা নির্বাচনে দেশের অন্যান্য রাজ্য মিলিয়ে ৪টি আসন পেয়েছে সিপিএম। দেশজুড়ে কোটির বেশি ভোটার সিপিএম-কে সমর্থন জানিয়েছেন। সবমিলিয়ে সিপিএম পেয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৪২ হাজার ৫৫৩ জন ভোটারের সমর্থন। দেশে প্রদত্ত ভোটের ১.৭৬ শতাংশ পেয়েছে তারা।
জেলবন্দি কেজরীবালের দল আপ কত ভোট পেল?
দিল্লি ও পঞ্জাবে ক্ষমতায় রয়েছে তাঁর দল। কংগ্রেস, বিজেপির মতো তারাও জাতীয় দল। কিন্তু, চব্বিশের লোকসভা নির্বাচনে তেমন প্রভাব ফেলতে পারল না অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি কেজরীপাল লোকসভা নির্বাচনের প্রচারের জন্য জামিন পেয়েছিলেন। প্রচারে তাঁর গ্রেফতারির প্রসঙ্গ তুলে বিজেপিকে তুলোধনা করেছিলেন কেজরী। কিন্তু, ভোটের বাক্সে তার প্রভাব তেমন পড়েনি। দেশে সবমিলিয়ে ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩টি আসনে জয়ী হয়েছে আপ। আর কেজরীর দলকে ভোট দিয়েছেন ৭১ লক্ষ ৫৩ হাজার ৮৮৭ জন ভোটার। দেশের প্রদত্ত ভোটের ১.১১ শতাংশ পেয়েছে আপ।
উত্তর প্রদেশে ঘুরে দাঁড়িয়েছে অখিলেশের সপা, ভোট পেল কত?
উনিশের লোকসভা নির্বাচনে পেয়েছিল মাত্র ৫ আসন। পাঁচ বছর পর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে কার্যত ম্যাজিক দেখাল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬২টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছিল সপা। ৩৭টি আসনে জয়ী হয়েছে তারা। আর ভোট সংখ্যা? উত্তর প্রদেশের ২ কোটি ৯৪ লক্ষ ৫১ হাজার ৭৮৬ জন ভোটার ভোট দিয়েছেন সপাকে। সবমিলিয়ে দেশে প্রদত্ত ভোটের ৪.৫৮ শতাংশ পেয়েছে অখিলেশ যাদবের দল।