Fossils Live Show: ভিডিয়ো: ফসিলসের অনুষ্ঠান দেখতে ভিড়, যানজটে অবরুদ্ধ গোটা দমদম রোড
Dumdum: পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন নাগেরবাজার থানা পুলিশকর্মীরা। ট্র্যাফিক পুলিশের বিশাল বাহিনী পরিস্থিতি সামাল দিতে পথে নামেন। গোটা রাস্তা এমনভাবে অবরুদ্ধ হয়ে গিয়েছিল, যে অ্যাম্বুল্যান্সও যাওয়ার উপায় ছিল না বলে অভিযোগ। এক চালকের অভিযোগ, অ্যাম্বুল্যান্সও ঘুরিয়ে দেওয়া হয়েছে।
কলকাতা: দমদম সঙ্গীত মেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। শুক্রবার রাতে সঙ্গীত মেলায় বিপুল জনসমাগমের জেরে চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। অবরুদ্ধ হয়ে যায় গোটা দমদম-নাগেরবাজার রোড। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন নাগেরবাজার থানা পুলিশকর্মীরা। ট্র্যাফিক পুলিশের বিশাল বাহিনী পরিস্থিতি সামাল দিতে পথে নামেন। গোটা রাস্তা এমনভাবে অবরুদ্ধ হয়ে গিয়েছিল, যে অ্যাম্বুল্যান্সও যাওয়ার উপায় ছিল না বলে অভিযোগ। এক চালকের অভিযোগ, অ্যাম্বুল্যান্সও ঘুরিয়ে দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, এদিন দমদম সঙ্গীত মেলায় জনপ্রিয় বাংলা ব্য়ান্ড ফসিলসের অনুষ্ঠান ছিল। রুপম ইসলামদের লাইভ দেখার জন্য ভিড় উপচে পড়েছিল দমদম সঙ্গীত মেলা প্রাঙ্গণে। রাস্তাতেও গিজগিজ করছিল ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে গোটা দমদম রোড অবরুদ্ধ হয়ে পড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে বেশ কিছুক্ষণের জন্য অনুষ্ঠান বন্ধও রাখা হয়। পরে অবশ্য আবার চালু হয়ে যায় দমদম সঙ্গীত মেলার অনুষ্ঠান।
গোটা রাস্তায় এমন যানজট তৈরি হয় যে রোগীকে নিয়ে এক অ্যাম্বুল্যান্সও আটকে যায় সেখানে। অ্যাম্বুল্যান্স চালকের দাবি, পুলিশ গাড়ি ঘুরিয়ে দিয়েছে যানজটের জন্য। রাস্তার ধারে কেউ কেউ পাঁচিলের উপরে পর্যন্ত উঠে পড়েছিলেন অনুষ্ঠান দেখতে। পরিস্থিতি সামলাতে ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে লাঠি হাতে রাস্তায় নামে পুলিশ। লাঠি উঁচিয়ে রাস্তা থেকে ফাঁকা করা হয় ভিড়। কোনও কোনও যুবককে অভিযোগ করতে শোনা গেল, পুলিশ হালকা লাঠিচার্জও করেছে। তবে এদিন যে ভিড় জমেছিল দমদম সঙ্গীত মেলায় এবং সংলগ্ন রাস্তায়, তা সামাল দিতে কার্যত হিমশিম খেতে হল পুলিশকে।