IND vs SA Ticket: ইডেন ম্যাচের গাদা গাদা টিকিট ঢুকল বিধানসভায়! হাহাকারের মধ্যেই বিধায়কদের সোনায় সোহাগা
Eden Gardens Match Ticket: বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় এসে পৌঁছল রবিবারের ইডেন ম্যাচের ২৯৩টি টিকিট। ইতিমধ্যেই সেই টিকিট পেতে শুরু করেছেন বিধায়করা। এই টিকিটিগুলি সাধারণ বিক্রি হওয়া টিকিট নয়, এগুলি কমপ্লিমেন্টারি টিকিট। টিকিটের গায়ে ছাপা আছে, নট ফর সেল।
কলকাতা: স্পিকারের চিঠির পর তড়িঘড়ি বিধানসভায় এসে পৌঁছল রবিবাসরীয় ম্যাচের টিকিট। বিধায়কদের জন্য রবিবারের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট চেয়ে সোমবার সিএবিকে চিঠি পাঠিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় এসে পৌঁছল রবিবারের ইডেন ম্যাচের ২৯৩টি টিকিট। ইতিমধ্যেই সেই টিকিট পেতে শুরু করেছেন বিধায়করা। এই টিকিটিগুলি সাধারণ বিক্রি হওয়া টিকিট নয়, এগুলি কমপ্লিমেন্টারি টিকিট। টিকিটের গায়ে ছাপা আছে, নট ফর সেল।
ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে রবিবাসরীয় ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। একইসঙ্গে বাড়ছে ক্ষোভ, অসন্তোষও। টিকিটের জন্য চারিদিকে হাহাকার পড়ে গিয়েছে। সাধারণ ক্রিকেটপ্রেমীরা টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ। বিশ্বকাপের টিকিট বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় খুলে আম চলছে টিকিটের দেদার কালোবাজারি। অন্যান্য ম্যাচের সময় বিধানসভায় বিধায়কদের জন্য আলাদা টিকিট পৌঁছে যেত। কমপ্লিমেন্টারি টিকিট। কিন্তু এবার সেগুলিও বিধানসভায় না আসায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। সেই চিঠির পর গতকালই সিএবি সভাপতি এসেছিলেন বিধানসভায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।
বিধায়করা ম্যাচের টিকিট না পাওয়ায় চিঠিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুরোধ ছিল, যাতে বিধায়কদের জন্য অন্তত একটি করে টিকিটের ব্যবস্থা করা হয়। সেই মতো বিধানসভার প্রত্যেক বিধায়কের জন্য একটি করে কমপ্লিমেন্টারি টিকিট এসে পৌঁছেছে সিএবি থেকে। সব মিলিয়ে মোট ২৯৩টি টিকিট।