Harassment Case in IIM: IIM কলকাতায় যৌন হেনস্থার অভিযোগ, সরানো হল খোদ ডিরেক্টরকে
Harassment Case in IIM: এই নিয়ে পরপর তিনবার কলকাতা আইআইএম-এ ডিরেক্টররা মেয়াদ সম্পূর্ণ করতে পারলেন না। এর আগে দুই ডিরেক্টর মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন। আর এবার সরিয়ে দেওয়া হল ডিরেক্টরকে।

কলকাতা: ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট-এর কলকাতা শাখার ডিরেক্টর-ইন-চার্জ পদ থেকে সরানো হল অধ্যাপক সহদেব সরকারকে। পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এরপর নিয়ম মেনে প্রতিষ্ঠানের অন্দরেই চলে তদন্ত। যে তথ্য-প্রমাণ উঠে আসে, সেই রিপোর্ট পেশ করা হয় আইআইএম-এর বোর্ড অব গভর্নরের কাছে। তার ভিত্তিতেই পদ থেকে সরানো হয়েছে সহদেব সরকারকে। শুধুমাত্র পদ থেকে নয়, প্রতিষ্ঠানে তাঁর হাতে আর যা যা দায়িত্ব ছিল, সবকিছু থেকেই সরানো হয়েছে ওই অধ্যাপককে। আইআইএম-এর তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।
কর্মস্থলে মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ সামনে আসার পর POSH আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা আইসিসি জানিয়েছে, চুক্তি ভিত্তিক কর্মী ও অধ্যাপকদের সঙ্গে কথা বলা হয়েছে তদন্তের স্বার্থে। নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে বলেও দাবি করেছে আইআইএম। পরবর্তী প্রক্রিয়া আইনি পথে এগিয়ে নিয়ে যাবে বোর্ড অব গভর্নরস।
গত ৬ জানুয়ারি এ বিষয়ে একটি বৈঠক হয় আইআইএম-এ। সেখানে কমপ্লেন্টস কমিটির প্রস্তাবই গৃহীত হয়। সহদেব সরকারকে সরানোর পর তাঁর পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শৈবাল চট্টোপাধ্যায়। এই নিয়ে তিন বছরে তিনজন ডিরেক্টর মেয়াদ পূর্ণ করতে পারলেন না আইআইএম কলকাতায়। ৫ বছরের মেয়াদের জায়গায় মাত্র ২ বছরেই পদত্যাগ করেছিলেন প্রাক্তন ডিরেক্টর উত্তম সরকার। তার আগে ২০২১ সালের মার্চ মাসে ডিরেক্টর অঞ্জু শেঠ চতুর্থ বছরেই পদত্যাগ করেন।





