তিন দিনের মাথায় গ্রেফতার বাগুইআটির তরুণী খুনে অভিযুক্ত যুবক
খুনের ঘটনার তিন দিনের মাথায় অভিযুক্ত সৌরভ চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিস। উত্তর ২৪ পরগনার রহড়া থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে
কলকাতা: প্রেমিকাকে খুন করার পর নিজের অপরাধ হোয়াটসঅ্যাপে কবুল করে চম্পট দিয়েছিল যুবক। শনিবার বাগুইআটির বুকে ঘটে যাওয়া খুনের ঘটনার তিন দিনের মাথায় অভিযুক্ত সৌরভ চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিস। উত্তর ২৪ পরগনার রহড়া থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
পুলিসি জেরার মুখে সে জানিয়েছে, সম্পর্কের অবনতি জেরে খুন করে নিজের প্রেমিকাকে। বেল্ট দিয়ে শ্বাস রোধ করে খুন করে সে। এরপর মৃত্যু নিশ্চিত করতে বালিশও চাপা দেয়। গত দুই জানুয়ারি মৃতদেহ উদ্ধার হয় পঞ্জাবের ওই তরুণীর।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি বাগুইআটি থানার অন্তর্গত ইস্ট মল রোডের একটি ভাড়া বাড়ির দরজা ভেঙে পঞ্জাবের ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিস। মৃতা তরুণী পেশায় পানশালার নর্তকী ছিল বলে জানা যায়। তাঁর প্রেমিক সৌরভ চক্রবর্তী পেশায় ড্রাইভার। খুনের পর কৃতকর্মের কথা স্বীকার করে গাড়ির মালিককে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে নিজেই জানায়। এরপরই পুলিসকে খবর দেওয়া হয়। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল সৌরভ।
আরও পড়ুন: লক্ষ্মী যেতেই ঘণ্টা খানেকের মধ্যে জায়গা পূরণ করল তৃণমূল
পুলিস সূত্রে খবর, পঞ্জাবের ওই তরুণীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে সৌরভ নামক ওই গাড়ি চালকের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ওই তরুণী নতুন বছরের প্রথম দিনই প্রেমিককে খুন করার চেষ্টা করে। এমনটাই স্বীকারোক্তির মেসেজে দাবি করেছিল ওই ড্রাইভার। এরপরই প্রেমিকাকে খুন করার সিদ্ধান্ত নেয় সে।
আরও পড়ুন: লক্ষ্মীর ইস্তফা নিয়ে মমতা বললেন, ‘ও ভাল ছেলে, খেলাতে বেশি মন দিতে চায়’