Dengue: রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, কোন জেলায় কত আক্রান্ত জেনে নিন একনজরে

Dengue: হাওড়ার পার্শ্ববর্তী হুগলিতে চলতি সপ্তাহে ডেঙ্গির কবলে পড়েছেন ৩৫৬ জন। মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন ২৯০ জন।

Dengue: রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, কোন জেলায় কত আক্রান্ত জেনে নিন একনজরে
কলকাতার ডেঙ্গু পরিস্থিতি ভাবাচ্ছে প্রশাসনকে। প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2022 | 10:38 PM

কলকাতা ও শিলিগুড়ি: গোটা রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি (Dengue) উদ্বেগ। উত্তর থেকে দক্ষিণ, গোটা বাংলাজুড়েই হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তরফে পাওয়া শেষ আপডেটে জানা যাচ্ছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৩। চলতি সপ্তাহে গোটা রাজ্যে ডেঙ্গির কবলে পড়েছেন ২ হাজার ৭৯৮ জন। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ১৮৫৪। চলতি সপ্তাহে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮। হাওড়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৯। 

অন্যদিকে হাওড়ার পার্শ্ববর্তী হুগলিতে চলতি সপ্তাহে ডেঙ্গির কবলে পড়েছেন ৩৫৬ জন। মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন ২৯০ জন। কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৬৩। জলপাইগুড়িতে ২১৪। উদ্বেগ বেড়েছে শিলিগুড়িতে। শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮১। সূত্রের খবর, গত একদিনে শিলিগুড়িতে ৪২ জন ডেঙ্গির কবলে পড়েছেন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই পরিস্থিতিতে জেলাশাসককে সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন মেয়র গৌতম দেব।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই শিলিগুড়িতে ডেঙ্গুর প্রকোপ চলছে। কোনভাবেই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিন জ্বরে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। গত একদিনে ৪২ জন আক্রান্ত হওয়ায় আরও বেড়েছে উদ্বেগ। ক্ষোভ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শহরের নানা প্রান্তে ফিভার ক্লিনিক খোলার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে শুধু শিলিগুড়ি নয়, রাজ্যের সমস্ত পৌরসভার তরফেই ডেঙ্গি রুখতে নানা পদক্ষেপ করা হচ্ছে। কোমর বেঁধে মাঠে নেমেছেন পুরকর্মীরা। এলাকায় কোথাও জমা জল, আবর্জনা জমা থাকলেই দ্রুত তা সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে ডেঙ্গি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও চালানো হচ্ছে প্রচারাভিযান। এদিকে এরইমধ্যে আবার কলকাতার মেয়র পারিষদ তারক সিংকে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। তাঁর বাড়ির টবে জমা জলে ডেঙ্গির লার্ভা মিলেছে বলে খবর।