Jadavpur University EC: তদন্ত কমিটির ৪৬ পাতার রিপোর্ট পেশ ইসি-তে, মঙ্গলের রাতেই একাধিক ছাত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাদবপুরে?

Jadavpur University EC: এর আগেও মেইন হস্টেলে একাধিক ব়্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে বলে উল্লেখ রয়েছে তদন্ত কমিটির রিপোর্টে। এই সমস্ত অভিযোগগুলিতে কর্তৃপক্ষের প্রশাসনিক ব্যর্থতাও তদন্ত কমিটি খুঁজে পেয়েছে বলে খবর।

Jadavpur University EC: তদন্ত কমিটির ৪৬ পাতার রিপোর্ট পেশ ইসি-তে, মঙ্গলের রাতেই একাধিক ছাত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাদবপুরে?
যাদবপুর বিশ্ববিদ্যালয়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 8:59 PM

কলকাতা: অ্যান্টি র‌্যাগিং কমিটি, পড়ুয়া, অধ্যাপকদের নিয়ে বসবে অল স্টেক হোল্ডার বৈঠক। বৈঠক নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে শুক্রবার একটি নির্দেশিকাও জারি করা হয়েছিল। এদিন বেলা ১২টা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় সেই বৈঠক। যদিও সেই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ ছিলেন না। অন্যদিকে এদিনই আবার দুপুর ২টো থেকে যাদবপুরে শুরু হয় কর্মসমিতির বৈঠক। যে বৈঠক এখনও চলছে বলে খবর। সূত্রের খবর, অবশেষে যাদবপুরের কর্মসমিতিতে পেশ হয়েছে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট। যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কবে? এ বিষয়েই এখন আলোচনা চলছে কর্মসমিতিতে।

এদিকে কর্মসমিতির বৈঠকে অভ্যন্তরীণ কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা নেই বলে আগে খবর মিলছিল। এ ক্ষেত্রে নানা বাধার কথাও শোনা যাচ্ছিল। তৈরি হয়েছিল জল্পনা। যদিও এই তদন্ত কমিটি তদন্ত করতে পারে কি না তা নিয়েই উঠে গিয়েছিল প্রশ্ন। প্রশ্ন উঠেছিল তাঁদের এক্তিয়ার নিয়ে। অ্যান্টি র‌্যাগিং কমিটি নতুন করে প্রথমবর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর তদন্ত করতে পারে বলে জানিয়েছিলেন খোদ উপাচার্য। তারপর থেকেই তদন্ত কমিটির তদন্তের রিপোর্টের গ্রহণযোগ্যতা প্রশ্ন চিহ্নের সামনে পড়ে গিয়েছিল।

এদিকে যাদবপুরের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে আগেই র‌্যাগিংয়ের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। এমনকী যাদবপুরের সুস্থ পরিবেশ ফেরাতে বহু ছাত্রকে বহিষ্কার, একাধিক ছাত্রের বিরুদ্ধে এফআইআরের সুপারিশ করা হয়েছিল। কিন্তু, তাঁদের এই সুপারিশ বিশ্ববিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কিনা তা নিয়ে চলছিল জল্পনা। যদিও শেষ পর্যন্ত ৪৬ পাতার এই রিপোর্ট জমা পড়েছে ইসির কাছে। তাতেই অভ্যন্তরীণ তদন্ত কমিটির এই তদন্তের গ্রহণযোগ্যতা আরও বাড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের। যদিও রাত ৯টা বেজে গেলেও এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

সূত্রের খবর, যাদবপুরের কর্মসমিতির বৈঠকে ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্ত করার প্রসঙ্গ তুলেছেন রাজ্যপালের প্রতিনিধি। পরের কর্মসমিতির অ্যাজেন্ডায় রাখতে হবে ওমপ্রকাশ মিশ্রের তদন্তের বিষয়টি। জানিয়েছেন আচার্যের নমিনি।