Kunal on Sishir: ‘দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত’, শিশিরের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কেন্দ্রের উত্তর পেয়েই নয়া পোস্ট কুণালের
Kunal on Sishir: নয়া ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, ‘শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি। তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম। অমিত শাহর তরফ থেকে উত্তরে জানলাম চিঠি পেয়েছেন। সিবিআই সূত্র থেকে জানলাম চিঠি পৌঁছেছে।’

নয়া ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, ‘শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি। তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম। অমিত শাহর তরফ থেকে উত্তরে জানলাম চিঠি পেয়েছেন। সিবিআই সূত্র থেকে জানলাম চিঠি পৌঁছেছে।’ কুণালের দাবি, দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত। সারদা মামলায় অন্তর্ভুক্ত করে এর তদন্তের শীঘ্রই প্রয়োজন রয়েছে বলে তাঁর মত। তাঁর আরও দাবি, শিশিরবাবুকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে।
যদিও প্রথমে যখন কুণাল তাঁর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাতে বিশেষ পাত্তা দিতে চাননি শিশির। উল্টে সারদা মামলার কুণালের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছিলেন। সাফ বলেছিলেন, “কে কুণাল ঘোষ? ওই লোকের কথার উত্তর আমি দিই না।” এবার কুণালের নয়া পোস্টের পর তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।





