Chemistry Exam: পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে মেসেজ, ‘আজ পরীক্ষা হবে না’

ISC Chemistry Exam 2024 Postponed: একাধিক পরীক্ষার্থীর তরফে জানানো হয়, এদিন মোবাইল ফোনে তাঁদের কাছে স্কুলের তরফে বার্তা আসে। জানানো হয় এদিনের পরীক্ষা বাতিল। পরীক্ষার্থীরা যেন বাড়ি ফিরে যায়। বাকি পরীক্ষা নির্ঘণ্ট মেনেই হবে। অভিভাবকদের বক্তব্য, বোর্ডের পরীক্ষা। প্রস্তুতি নিয়ে এসে এভাবে ফিরতে হলে খুবই সমস্যা পরীক্ষার্থীদের জন্য। 

Chemistry Exam: পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে মেসেজ, 'আজ পরীক্ষা হবে না'
প্রতীকী ছবি। Image Credit source: X
Follow Us:
| Updated on: Feb 26, 2024 | 2:53 PM

নয়াদিল্লি: পরীক্ষা শুরুর মাত্র ২ ঘণ্টা বাকি। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রের পথে বেরিয়েও পড়েছে। হঠাৎই খবর এল আজকের পরীক্ষা স্থগিত। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে আইএসসির (ISC) কেমিস্ট্রি পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে কাউন্সিল। নোটিসে বলা হয়েছে, অনিবার্য কারণ বশত স্থগিত করা হল ২৬ তারিখের পরীক্ষা। পরিবর্তে ২১ মার্চ এই পরীক্ষা হবে। এদিন দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এই ঘটনায় চরম ভোগান্তিতে পরীক্ষার্থীরা।

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISC) সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এদিনের আইএসসি ২০২৪-এর কেমিস্ট্রি পেপার ওয়ানের থিওরি ‘রিশিডিউল’ করা হল। কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি সঙ্গীতা ভাটিয়া সমস্ত সেন্টার প্রধানদের এই নোটিস পাঠান। এদিকে পরীক্ষা স্থগিতের কারণে চরম বিপাকে পড়তে হয় পরীক্ষার্থীদের। কেউ কেউ তো পরীক্ষাকেন্দ্রে এসে জানতে পারেন পরীক্ষা স্থগিত হয়েছে।

একাধিক পরীক্ষার্থীর তরফে জানানো হয়, এদিন মোবাইল ফোনে তাঁদের কাছে স্কুলের তরফে বার্তা আসে। জানানো হয় এদিনের পরীক্ষা বাতিল। পরীক্ষার্থীরা যেন বাড়ি ফিরে যায়। বাকি পরীক্ষা নির্ঘণ্ট মেনেই হবে। অভিভাবকদের বক্তব্য, বোর্ডের পরীক্ষা। প্রস্তুতি নিয়ে এসে এভাবে ফিরতে হলে খুবই সমস্যা পরীক্ষার্থীদের জন্য।