Naushad Siddiqi: ভাঙড়ে ঢুকতে বারবার বাধা, এবার কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন নওশাদ

Naushad Siddiqi: শুক্রবারের পর রবিবারও ভাঙড়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল নওশাদকে। এরপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

Naushad Siddiqi: ভাঙড়ে ঢুকতে বারবার বাধা, এবার কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন নওশাদ
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 11:05 AM

কলকাতা: ১৪৪ ধারার নাম করে ভাঙড়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ নিয়ে এবার কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ইতিমধ্যেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন নওশাদ। ভাঙড়ের বিধায়ক বলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে পরবর্তী পদক্ষেপ হিসেবে কেন্দ্রের দ্বারস্থ হব।

ভোট মিটে যাওয়ার পরও ভাঙড় শান্ত হয়নি এখনও। জারি রয়েছে ১৪৪ ধারা। আইএসএফ বিধায়কের অভিযোগ, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে। তিনি বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নওশাদের দাবি, নিজের বিধানসভা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান তিনি, শুনতে চান তাঁদের সমস্যা। গত শুক্রবার ঘণ্টার পর ঘণ্টা হাতিশালা মোড়ের কাছে দাঁড়িয়ে থাকলেও পুলিশ তাঁকে জানিয়ে দেয় যে তাঁক যাওয়ার অনুমতি নেই।

এ ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে বলেই মনে করছেন তিনি। বিধানসভার অধ্যক্ষকেও এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন নওশাদ। ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে একটি চিঠি দিয়েছিলেন ভঙড়ের বিধায়ক। তবে রাজ্যপাল শহরের বাইরে থাকায় সাক্ষাৎ সম্ভব হয়নি।

শুক্রবারের পর রবিবারও ভাঙড়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল নওশাদকে। এরপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। নওশাদের যুক্তি, নবান্ন থেকে হাইকোর্ট চত্বর সর্বত্রই ১৪৪ ধারা জারি থাকে, তারপরও সাধারণ মানুষ যেতে পারে। অথচ নিজের বিধানসভা এলাকা হওয়া সত্ত্বেও কেন তাঁকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।