Job Seeker Protest: তৃণমূলের পিছু-পিছু দিল্লি গেল চাকরি প্রার্থীরাও
Job Seekers Protest: রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২০০৯ দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিকে শিক্ষক পদে চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, সমস্ত বিষয়ে পাশ করার পরও তাঁদের নিয়োগ দিচ্ছে না রাজ্য সরকার। সেই কারণে আগামী ২ অক্টোবর তাঁরা দিল্লি যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখাবেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দফতর এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর দফতরেও চাকরির দাবিতে ডেপুটেশন জমা দেবেন তাঁরা।
কলকাতা: তৃণমূলের দিল্লি মিশনের মধ্যেই রাজধানীর পথে এবার চাকরি প্রার্থীরা। রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলেন তাঁরা। একদিকে যখন কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ করতে দিল্লি যাচ্ছে তৃণমূল, ঠিক সেই সময় রাজ্যের বিরুদ্ধে আঙুল তুলে সরব চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে, কেন্দ্রের দ্বারস্থ হবেন প্রাথমিক নিয়োগ প্রার্থীরা।
রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিকে শিক্ষক পদে চাকরি প্রার্থীরা। এ দিন সকাল ৮টা ১৫ নাগাদ পূর্বা এক্সপ্রেসে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের অভিযোগ, সমস্ত বিষয়ে পাশ করার পরও তাঁদের নিয়োগ দিচ্ছে না রাজ্য সরকার। সেই কারণে আগামী ২ অক্টোবর তাঁরা দিল্লি যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখাবেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দফতর এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর দফতরেও চাকরির দাবিতে ডেপুটেশন জমা দেবেন তাঁরা।
চাকরি প্রার্থীর অভিযোগ, বারংবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও দেখা করতে পারেননি। এমনকী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা হয়নি। তাই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চেও যাবেন বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
প্রসঙ্গত, দিল্লি অভিযানের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ অক্টোবর ও ৩ অক্টোবর দিল্লিতে মহা-কর্মসূচি। ‘একশো দিনের কাজে’ টাকার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে এ রাজ্যের শাসকদল। যন্তর মন্তরের সামনে সভা করবেন তাঁরা। এ দিকে, তৃণমূলের এই কর্মসূচির মধ্যেই চাকরি প্রার্থীদেরও দিল্লিতে রওনা দেওয়ায় শুরু রাজনৈতিক চাপানতোর।
তবে এই প্রথম নয়, এর আগে এপ্রিল মাস নাগাদ দিল্লিতে গিয়েছিল সরকারি যৌথ মঞ্চ। রাজ্য সরকার ডিএ দিচ্ছে না। এই অভিযোগ তুলে দিল্লি গিয়েছিল সরকারি কর্মচারিদের সংগঠন। তাদের পর এবার রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলেন চাকরি প্রার্থীরা।