Job in Bengal: ‘অনেক আশা নিয়ে বিহারে এসেছি…’, বাংলা থেকে দলে দলে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা
Job in Bihar: এক চাকরি প্রার্থী বলেন, 'অনেক আশা নিয়ে বিহারে এসেছি। ১০ বছর ধরে বসে আছি। পরীক্ষাই হচ্ছে না। তাই বিহারে এসেছি।' আর এক প্রার্থী বলেন, 'বাংলায় চাকরির অবস্থা খারাপ। এছাড়া আর কোনও উপায় নেই।'
কলকাতা: বাংলায় চাকরির হাল খারাপ, অন্ন সংস্থানের জন্য ছুটতে হচ্ছে বিহারে! সেই ছবিই দেখা গেল সম্প্রতি। চাকরির পরীক্ষা দিতে দলে দলে প্রার্থীরা যাচ্ছেন বিহারে। তাঁরা বলছেন, পশ্চিমবঙ্গে কোনও কাজ পাচ্ছি না। কাজের খোঁজে এখানে এসেছি। এই ছবি অবশ্য নতুন নয়। এর আগে বিহারের চাকরির পরীক্ষায় বাংলার প্রার্থীদের ভিড় দেখা গিয়েছিল। এই বিষয়ে বাংলার সরকারকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিহারের নেতা-মন্ত্রীরাও।
এক চাকরি প্রার্থী বলেন, ‘অনেক আশা নিয়ে বিহারে এসেছি। ১০ বছর ধরে বসে আছি। পরীক্ষাই হচ্ছে না। তাই বিহারে এসেছি।’ আর এক প্রার্থী বলেন, ‘বাংলায় চাকরির অবস্থা খারাপ। এছাড়া আর কোনও উপায় নেই।’
২০১৬-র এসএলএসটির পর আর নতুন করে চাকরি হয়নি রাজ্যে। চাকরির পরীক্ষাই হচ্ছে না। দুর্নীতির অভিযোগ আর মামলায় সরকার জর্জরিত। ফলে কোনও নিয়োগ প্রক্রিয়ায় সঠিকভাবে সম্পন্ন করা যাচ্ছে না। এমনকী চাকরি পাওয়া ২৬ হাজার প্রার্থীর চাকরি নিয়েই প্রশ্ন উঠেছে। তাই ভিনরাজ্যে সংস্থান খুঁজছেন রাজ্যের বাসিন্দারা। কেউ বিহারে, কেউ ঝাড়খণ্ডে, কেউ দক্ষিণ ভারতে যাচ্ছেন চাকরি খুঁজতে।
কিছুদিন আগে বিহারের স্বাস্থ্যমন্ত্রী এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেছিলেন, ‘আগে বাংলায় মানুষ যেত উন্নতির জন্য। আর আজ পরিস্থিতি উল্টে গিয়েছে। সব সম্ভাবনা শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও। মুখ্যমন্ত্রীর পুরনো মন্তব্য তুলে তিনি বলেন, চাকরি করতে গিয়ে ওরা যেন খৈনি যেন না খায়, সেই পরামর্শ দিন। তবে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, এটা কোনও নতুন ঘটনা নয়। এ রাজ্যের ছেলেমেয়েরা যেমন ভিনরাজ্যে যায়, অন্য রাজ্যের প্রার্থীরাও বাংলায় আসেন চাকরির পরীক্ষা দিতে।