Justice Abhijit Gangopadhyay: ব্রিজ কোর্স শেষ না করেই চাকরি! প্রাইমারি বোর্ডের রিপোর্ট তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Justice Abhijit Gangopadhyay: ১৮ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগের পর চাকরিপ্রার্থীদের ব্রিজ কোর্স করার কথা থাকলেও তা সম্পন্ন করেননি প্রায় ছ'হাজার চাকরিপ্রার্থী।
কলকাতা: ব্রিজ কোর্স সম্পন্ন না করেই কী করে চাকরি? প্রাইমারি বোর্ডের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। ১৮ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগের পর চাকরিপ্রার্থীদের ব্রিজ কোর্স করার কথা থাকলেও তা সম্পন্ন করেননি প্রায় ছ’হাজার চাকরিপ্রার্থী।
২০১৪ সালের টেট উত্তীর্ণদের ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন। তাঁরা বর্তমানে কর্মরত। কী করে চাকরি করছেন এই চাকরিপ্রার্থীরা, তা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয়। মামলাকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য, তাঁরা আদতে ব্রিজ কোর্স সম্পূর্ণই করেনি। এই কোর্স শেষ না করার জন্য বি ক্যাটাগরির স্যালারি পাচ্ছেন তাঁরা। অর্থাৎ তাঁরা অপ্রশিক্ষিত।
এবার অপ্রশিক্ষিতরাই বা কী করে এই চাকরি করছে? প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী। তাঁর বক্তব্য, চাকরি থেকে বরখাস্ত করা হোক এই সকল চাকরি প্রার্থীদের। এই মর্মেই দায়ের মামলা। মামলাকারীদের অভিযোগের ভিত্তিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাইমারি বোর্ডের রিপোর্ট তলব করেন। সোমবার রাজ্যের তরফে কিছু বলা হয়নি। ১৮ অগাস্ট এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে বোর্ড। পরবর্তী শুনানির দিন রাজ্যের তরফে আদালতে বক্তব্য পেশ করা হবে।