আজ জয়েন্টের প্রবেশিকা, সংক্রমণের দ্বিতীয় ঢেউ কাটিয়ে প্রথম অফলাইন পরীক্ষা রাজ্যে

Joint Entrance Examination: গোটা রাজ্যে ৯২ হাজার পরীক্ষার্থী রয়েছেন।

আজ জয়েন্টের প্রবেশিকা, সংক্রমণের দ্বিতীয় ঢেউ কাটিয়ে প্রথম অফলাইন পরীক্ষা রাজ্যে
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2021 | 7:27 AM

কলকাতা: কোভিড কাঁটা কাটিয়ে শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এদিন প্রথম পরীক্ষাকেন্দ্রে বসে খাতায় কলমে পরীক্ষা দেবেন পড়ুয়ারা। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই পূর্ব রেল পরীক্ষার্থীদের স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দিয়েছে। তবে সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড দেখিয়ে টিকিট কাটতে হবে।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পর প্রথম অফলাইন পরীক্ষা শনিবার। ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট প্রবেশিকা। পরীক্ষার্থীদের কাছে এর গুরুত্ব যেমন, তেমনই সুষ্ঠু ভাবে পরীক্ষার্থীরা যাতে নিজ নিজ কেন্দ্রে সময় মতো পৌঁছতে পারে তা দেখাও প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। রাজ্য অবশ্য প্রথম থেকেই এ ব্যাপারে সচেষ্ট। রেলকে আগেই চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছিল, স্টাফ স্পেশাল ট্রেনে যেন পরীক্ষার্থীরা ওঠার অনুমতি পান। রেলও তড়িঘড়ি তাতে সম্মতি দেয়। পরিবহন দফতর সূত্রে খবর, এদিন রাস্তায় অন্যান্য যানবাহনও পর্যাপ্তই থাকবে।

শনিবার বেলা ১১টা থেকে ১ পর্যন্ত জয়েন্টের অঙ্ক পরীক্ষা। দুপুর ২টো থেকে ৪টে ফিজিক্স, কেমিস্ট্রি। গোটা রাজ্যে ৯২ হাজার পরীক্ষার্থী রয়েছেন এবার। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও। সমস্ত কোভিড বিধি মেনেই পরীক্ষা নিতে হবে, কড়া নির্দেশিকা রয়েছে শিক্ষা মন্ত্রকের। এ ক্ষেত্রে প্রতিটি বেঞ্চে একজন বা খুব বেশি হলে দু’জন পরীক্ষার্থী বসতে পারবেন। মাস্ক, স্যানিটাইজার সঙ্গে রাখা অত্যাবশ্যক। সব মিলিয়ে এদিনের পরীক্ষা ঘিরে আলাদা প্রস্তুতি পরীক্ষার্থীদের মধ্যে। আরও পড়ুন: ‘আপনার রোগী হলে এরকম করতে পারতেন?’, বাবাকে নিয়ে পাঁচ হাসপাতাল ঘুরে ভেঙে পড়ল অসহায় ছেলে