Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junior Doctors’ Movement: নবান্নের বৈঠকের আগেই উঠে যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের অনশন?

Junior Doctors' Movement: মুখ্যসচিবের ই-মেলে রাজ্য স্তরে গ্রিভান্স সেল গঠনের কথা জানানো হয়েছে। রাজ্য স্তরের পাশাপাশি কলেজ স্তরেও গ্রিভান্স সেল চান জুনিয়র চিকিৎসকেরা। রাজ্যের ধাঁচে কলেজ স্তরে টাস্ক ফোর্সের দাবিও রয়েছে।

Junior Doctors' Movement: নবান্নের বৈঠকের আগেই উঠে যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের অনশন?
দুপুরে এনআরএসে জিবি Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2024 | 10:09 AM

কলকাতা: মুখ্যসচিবের ই-মেলের জবাব নিয়ে রবিবার ফের জিবি মিটিং। শনিবার রাতের পর রবিবার দুপুরে জিবি হওয়ার কথা রয়েছে এন‌আর‌এসে। কিন্তু রাতের জিবি’তে কী কী বিষয়ে আলোচনা হল? অনশন প্রত্যাহার করে সোমবার নবান্নের বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব। কিন্তু নবান্নের বৈঠকের আগে অনশন প্রত্যাহার নয়। সূত্রের খবর রাতের জিবি’তে সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। 

অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১০ জন প্রতিনিধি কারা হবেন সে বিষয়ে এদিনের জিবিতে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভোটের দাবি নিয়ে বারবার সরব হয়ছেন জুনিয়র চিকিৎকেরা।  ২০২৫ সালের মার্চের মধ্যে কলেজ স্তরে ছাত্র কাউন্সিল নির্বাচন হবে। জুনিয়র চিকিৎসকদের পাঠানো ই-মেলে মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছেন মুখ্যসচিব। তবে ছাত্র কাউন্সিল ভোটের পাশাপাশি আরডিএ (RESIDENTIAL DOCTORS ASSOCIATION) গঠন নিয়ে আলোচনা চান জুনিয়র চিকিৎসকেরা। ২০২৫ সালের মার্চের আগে অন্তর্বর্তী ছাত্র কাউন্সিল চান জুনিয়র চিকিৎসকেরা। এন‌আর‌এসের জিবি’তে সে বিষয়ে কৌশল স্থির করতে পারে তাঁরা। 

মুখ্যসচিবের ই-মেলে রাজ্য স্তরে গ্রিভান্স সেল গঠনের কথা জানানো হয়েছে। রাজ্য স্তরের পাশাপাশি কলেজ স্তরেও গ্রিভান্স সেল চান জুনিয়র চিকিৎসকেরা। রাজ্যের ধাঁচে কলেজ স্তরে টাস্ক ফোর্সের দাবিও রয়েছে। অন্যদিকে ১০ দফা দাবির মধ্যে শুরু থেকেই স্বাস্থ্যসচিবের অপসারণের‌‌ দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এরইমধ্যে শনিবার দুপুরে আচমকা অনশন মঞ্চে যান মুখ্যসচিব। কথা বলেন ডাক্তারদের সঙ্গে। ফোনে কথা বলিয়ে দেন মমতার সঙ্গে। কিন্তু মমতা জানান স্বাস্থ্যসচিবের অপসারণ সম্ভব নয়। তাহলে মমতার বৈঠকে স্বাস্থ্যসচিবের অপসারণের‌‌ দাবি  কী ভাবে তুলে ধরা হবে? হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, মেডিক্যাল কাউন্সিলের দাবি নিয়ে কী বলা হবে? এ সব নিয়ে আলোচনা হবে এন‌আর‌এসের জিবি’তে। একইসঙ্গে কলেজ প্রশাসনের সকল কমিটিতে ছাত্র প্রতিনিধির কথা বলা নেই মুখ্যসচিবের ই-মেলে। সে বিষয়েও বক্তব্য নির্ধারণে জিবি হতে চলেছে এন‌আরএসে।