Doctor’s Protest: হঠাৎ জাতীয় সঙ্গীত গেয়ে উঠলেন ডাক্তাররা, শুনেই পুলিশ কর্মীরা…
Doctor's Protest: বিশাল সব ব্যারিকেড। একধারে ধরনায় বসেছিলেন আন্দোলনকারীরা। অপরপ্রান্তে চেয়ারে বসে ছিলেন পুলিশ কর্মীরা। সকাল তখন প্রায় ৫টা বাজে। হঠাৎই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন আন্দোলনকারী চিকিৎসকরা। ভোরের আলো ফোটার আগে বিবি গাঙ্গুলি স্ট্রিট শুনছে 'জনগণমন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্যবিধাতা।'
কলকাতা: জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, পুলিশের রুখে দেওয়া এবং রাতভর জুনিয়র চিকিৎসকদের ধরনা। সোমবার এ এক অন্য রাত দেখল বিবি গাঙ্গুলি স্ট্রিট। স্টেথো সরিয়ে সারা রাত গানে গানে প্রতিবাদের ঝড় তুলেছেন জুনিয়র ডাক্তাররা। উঠেছে স্লোগানও। অন্যদিকে রাতভর চেয়ার পেতে ঠায় বসে উর্দিধারী পুলিশও। এরইমধ্যে ঘটে এক ঘটনা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
বিশাল সব ব্যারিকেড। একধারে ধরনায় বসেছিলেন আন্দোলনকারীরা। অপরপ্রান্তে চেয়ারে বসে ছিলেন পুলিশ কর্মীরা। প্রায় ৫টা বাজে। হঠাৎই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন আন্দোলনকারী চিকিৎসকরা। ভোরের আলো ফোটার আগে বিবি গাঙ্গুলি স্ট্রিট শুনছে ‘জনগণমন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্যবিধাতা।’
জাতীয় সঙ্গীত শুনেই ধড়মড় করে উঠে দাঁড়ান পুলিশ কর্মীরা। জাতীয় সঙ্গীত শেষ হতেই আন্দোলনকারীদের বলতে শোনা যায়, ‘এতদিনে পুলিশ সোজা হয়ে দাঁড়াল।’ এরপরে আন্দোলনকারীরা পুলিশকর্মীদের দিকে জলের বোতল, বিস্কুট বাড়িয়ে দেন। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, পুলিশও মানুষ, ডাক্তারও মানুষ। সেই মনুষ্যত্বের কারণেই পাশে থাকার চেষ্টা। রাতভর গান, প্যারোডিতে জেগে থাকল বি বি গাঙ্গুলি স্ট্রিট।
রাত পেরিয়ে মঙ্গলবার সকাল। এখনও পথে বসে জুনিয়র ডাক্তাররা। কেউ কেউ গাইছেন, ‘পথে এবার নামো সাথী পথে হবে এ পথ চেনা’। তবে কি পথই দেখাবে পথ? সবে তো দিনের শুরু। দেখা যাক মঙ্গলে কী কী ঘটে।