Fire: পাতিপুকুরে কার্ডবোর্ড কারখানায় ভয়াবহ আগুন, পৌঁছলেন দমকল মন্ত্রী
Patipukur: এলাকার লোকজন ক্ষোভ উগরে দেন এদিন। তাঁদের অভিযোগ, প্রথমবার নয়, এই গোডাউনে এ নিয়ে ৩-৪ বার আগুন লাগল। গোডাউনে আগুন লাগে, পাশের বাড়ির ছাদ থেকে জল ঢালা হয়। কিন্তু যাদের গোডাউন, তাদের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
কলকাতা: সাত সকালে ভয়াবহ আগুন পাতিপুকুরে। পাতিপুকুর মাইকেল কলোনিতে একটি কার্ডবোর্ডের গোডাউনে আগুন লাগে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। হতাহতের কোনও খবর নেই।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
এলাকার লোকজন ক্ষোভ উগরে দেন এদিন। তাঁদের অভিযোগ, প্রথমবার নয়, এই গোডাউনে এ নিয়ে ৩-৪ বার আগুন লাগল। গোডাউনে আগুন লাগে, পাশের বাড়ির ছাদ থেকে জল ঢালা হয়। কিন্তু যাদের গোডাউন, তাদের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় এক বাসিন্দার কথায়, “গায়ে গায়ে সব ঘর। বিপদ হলে বেরোনোর জায়গাটুকু নেই। না গেট খোলা যায়, না কিছু। যে কোনও সময় আমরা বিপদে পড়তে পারি। ভোর থেকে আগুন লেগেছে। গেট বন্ধ, তালা মারা। আগুন জ্বলছে দেখা যাচ্ছে, কিন্তু পাড়ার লোকজন ঢুকতে পারছে না। তালা ভাঙতে গেলেও পারেনি। একটা জতুগৃহ করে রেখে দিয়েছে। দমকলের গাড়ি যে ঢুকবে সেই জায়গাও তো নেই।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “কীভাবে আগুন লাগল তা এখনই বলা সম্ভব নয়। কাজ করছেন দমকলের কর্মীরা। এটা একটা কার্ডবোর্ড কারখানা। পরে তদন্ত করে দেখা হবে সবটা।”