CBI in Manik Case: সিবিআইয়ের আইনজীবীরা যেন উপস্থিত থাকেন, মানিক মামলায় সতর্ক করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Manik Bhattacharya: এর আগে মানিক মামলায় সিবিআই-এর আইনজীবী উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। বিষয়টা হালকাভাবে নেওয়া উচিত হয়নি বলে উল্লেখ করেছিলেন তিনি।

CBI in Manik Case: সিবিআইয়ের আইনজীবীরা যেন উপস্থিত থাকেন, মানিক মামলায় সতর্ক করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
মানিক ভট্টাচার্য।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2022 | 5:12 PM

কলকাতা: মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) মামলার পরবর্তী শুনানিতে যেন উপস্থিত থাকেন সিবিআইয়ের আইনজীবী। মঙ্গলবার সে ব্যাপারে সতর্ক করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে শুনানির সময় যেন সিবিআই উপস্থিত থাকে, সে কথা এদিন উল্লেখ করেছেন তিনি। বার্তা দিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের।

গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের মামলার সময় অনুপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবীরা। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই এবার আগাম সতর্ক করলেন বিচারপতি। সিবিআই জানিয়েছে,ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ২৬ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তদন্ত চলছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২০ ডিসেম্বর।

এর আগে মানিক মামলায় সিবিআই-এর আইনজীবী উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। বিষয়টা হালকাভাবে নেওয়া উচিত হয়নি বলে উল্লেখ করেছিলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়েছিল মানিককে। সেই নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। কিন্তু সেখানে শুনানিতে সিবিআই-এর আইনজীবী উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন মানিক ভট্টাচার্য।  জামিনের আর্জি জানালেও কোনও লাভ হয়নি। আদালতে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রথম থেকে। এবার সেই অঙ্ক আরও বেশি বলে দাবি করছে ইডি। ইডি দাবি করেছে, কলামন্দিরে বেসরকারি বিএড, ডিএলএড কলেজ কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক করা হয়েছিল। কলেজগুলিকে ৫০ হাজারের চেক দিতে বলা হয়। সেই বাবদ মানিকের ছেলের কোম্পানিতে ২.৬৪ কোটি টাকা ঢুকেছিল। ৩২৫ জনকে পাশ করানোর জন্য ৩.২৫ কোটি টাকা নেওয়ারও অভিযোগ মানিকের বিরুদ্ধে।