Kaliaganj Physical Harassment Case: কালিয়াগঞ্জকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা
Kaliaganj: সোমবার হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি চান আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। সিবিআই তদন্তের পাশাপাশি নিহত নাবালিকার পরিবারকে পুলিশি নিরাপত্তা ও ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তোলেন তিনি।
কলকাতা: কালিয়াগঞ্জ ইস্যুতে এবার জল গড়াল আদালতে। কলকাতা হাইকোর্টের দায়ের জনস্বার্থ মামলা। কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি চান আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। সিবিআই তদন্তের পাশাপাশি নিহত নাবালিকার পরিবারকে পুলিশি নিরাপত্তা ও ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তোলেন তিনি। কালিয়াগঞ্জের গোটা বিষয়টি উল্লেখ করে সোমবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর। তাঁর বক্তব্য, এই ঘটনায় পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নিহত ছাত্রীর পরিবারের বয়ানও তদন্তকারী আধিকারিকরা রেকর্ড করাননি বলে অভিযোগ।
এমনকি পুলিশ এক্ষেত্রে বিষক্রিয়ায় মৃত্যুর তত্ত্ব খাঁড়া করেছে। শুধু তাই নয়, ময়নাতদন্তের আগেই জেলার পুলিশ সুপার বলে দিয়েছিলেন, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে ছাত্রী। কীভাবে আগেই তা বলে দেওয়া সম্ভব, তা নিয়েও উঠে প্রশ্ন। গোটা বিষয়টি উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী। এই ঘটনায় আবার জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মধ্যেও তরজা অব্যহত।
সোমবার NCPCR চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর সঙ্গে দেখা করতে যান উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক মানস মন্ডল, রায়গঞ্জের এসডিও কিংশুক মাইতি। দেখা করতে এসেছেন রায়গঞ্জ মেডিকেলের ময়না তদন্তের চিকিৎসক ভাস্কর জ্যোতি দেবনাথও। জাতীয় কমিশনের চেয়ারপার্সনও অবশ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই বিষয়টিও হাইকোর্টে উল্লেখ করেছেন আইনজীবী।