কলকাতা পুরসভায় নিয়মিত যাতায়াত ছিল দেবাঞ্জনের, কার কার ঘরে যেতেন? চাঞ্চল্যকর তথ্য

দেবাঞ্জনকে কি চিনতেই পারেননি কোনও আধিকারিক? দেবাঞ্জন কি নিজেকে সেখানে জয়েন্ট কমিশনার বলে পরিচয় দিতেন? নাকি সরষের মধ্যেই ভূত?

কলকাতা পুরসভায় নিয়মিত যাতায়াত ছিল দেবাঞ্জনের, কার কার ঘরে যেতেন? চাঞ্চল্যকর তথ্য
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 29, 2021 | 1:43 PM

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) সদর দফতরে নিয়মিত যোগাযোগ ছিল কসবা কাণ্ডের নায়ক (Kasba Fake Vaccination Camp) দেবাঞ্জন দেবের (Debanjan Deb)। প্রায় প্রতিদিনই দফতরের কোনও না কোনও অফিসারের ঘরে যেতেন তিনি। গত এক দেড় বছর ধরে সেখানে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে দেখা করছেন দেবাঞ্জন। জেরায় এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন সেখানেই। দেবাঞ্জনকে কি চিনতেই পারেননি কোনও আধিকারিক? দেবাঞ্জন কি নিজেকে সেখানে জয়েন্ট কমিশনার বলে পরিচয় দিতেন? নাকি সরষের মধ্যেই ভূত?

ইতিমধ্যেই দেবাঞ্জনের কসবার অফিস থেকে কলকাতা পুরসভার বিভিন্ন কাগজপত্র উদ্ধার হয়েছে। ফিন্যান্স ডিপার্টমেন্টের নথিও উদ্ধার হয়েছে। কম্পিউটার থেকে উদ্ধার হয়েছে পুরসভার আইটি ডিপার্টমেন্টের বিভিন্ন নথিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুরসভা তার দায় এড়াতে পারে না।

প্রশ্ন উঠছে, কলকাতা পুরসভার কোন কোন আধিকারিক, কর্তাদের ঘরে আসা যাওয়া ছিল দেবাঞ্জনের? আপাতত জানা যাচ্ছে, কলকাতা পুরসভার এক-দু’জন কমিশনারের ঘরে তাঁর নিয়মিত যাতায়াত ছিল। শুধু তাই নয়, পুরসভার সচিবালয়, বিজ্ঞাপন বিভাগ প্রায় রোজই যাতায়াত করতেন দেবাঞ্জন। করোনা কালের মধ্যেই পুরসভায় জাল বিছিয়েছিলেন দেবাঞ্জন। পুরসভায় কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল। আর সেই সুযোগেই নিজের জাল বিছিয়েছিলেন দেবাঞ্জন। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুরসভা। তবে অস্বস্তিও চরমে।

কলকাতা পুরসভার ভিজিল্যান্স অফিসার সেজে ভেজাল পেট্রোল বাজেয়াপ্ত করতে অভিযান চালিয়েছিলেন দেবাঞ্জন দেব (Debanjan Deb)। পুলিশের দাবি, জেরায় এ কথা কবুল করেছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন। সেই অভিযানের ছবি একটি বাংলা দৈনিক সংবাদমাধ্যমে প্রকাশিতও হয়। ছবির তলায় তাঁর নামও লেখা ছিল।

আরও পড়ুন: গত বছরই ধরা পড়ে যাচ্ছিলেন, পার পান কোনওক্রমে! বাবা-মাকেও কী কী মিথ্যা বলেছেন দেবাঞ্জন?

তদন্তকারীদের কাছে ধন্দ, আদৌ ওই সংবাদপত্রের কাটিংটি আসল কিনা? নাকি সেটিও জাল করেছিলেন দেবাঞ্জন? নিজের ভুয়ো পরিচয় আড়াল করতেই কি মিথ্যা করে সংবাদপত্রে একটি প্রতিবেদন ছাপিয়েছিলেন তিনি? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কসবার অফিসে তল্লাশি চালানোর সময়ে পেপার-কাটিংটি উদ্ধার করেন তদন্তকারীরা। তা দেখিয়ে প্রশ্ন করা হয় দেবাঞ্জনকে। অভিযান চালানোর বিষয়টি জেরায় স্বীকার করে নেন তিনি। মূলত নিজের ভুয়ো পদের ক্ষমতা জাহির করতেই এই অভিযান বলে জানিয়েছেন তিনি। এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।