Panchayat polls 2023: রাজ্যে ভোটের হার ৮০ শতাংশের বেশি, পঞ্চায়েতে কোন জেলায় কত ভোট পড়ল জেনে নিন
Panchayat polls 2023: দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি পিছিয়ে নেই উত্তরবঙ্গের জেলাগুলিও। সেখানেও বেশ ভালই ভোট পড়েছে বলে দেখা যাচ্ছে কমিশনের হিসাবে।
কলকাতা: শনিবার দুপুর একটা পর্যন্ত দেওয়া নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য বলছিল গোটা রাজ্যে ভোট পড়েছিল ২২ শতাংশের আশপাশে। বিকাল ৫টায় তা দাঁড়িয়েছিল ৬৬.২৮ শতাংশ। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বহু জায়গাতে চলেছে ভোট (Panchayat Election 2023)। রবিবার দেওয়া কমিশনের তথ্য বলছে, গোটা রাজ্যে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। আর পুনর্নির্বাচনের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে খবর। চূড়ান্ত সিদ্ধান্ত হতে রাত হয়ে যেতে পারে। কমিশন সূত্রে খবর, গোটা রাজ্যে সবথেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। ভোট শতাংশের হিসাবে তা ৮৪.৭৯ শতাংশ। তারপরই বীরভূম। ভোট শতাংশের হিসাব তা ৮৩.১৮ শতাংশ। তারপরেই রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি পিছিয়ে নেই উত্তরবঙ্গের জেলাগুলিও। সেখানেও বেশ ভালই ভোট পড়েছে।
কোন জেলায় কত ভোট পড়ল
আলিপুরদুয়ার- ৭৮.৫১ শতাংশ
বাঁকুড়া- ৮৩.০৫ শতাংশ
বীরভূম- ৮৩.১৮ শতাংশ
কোচবিহার- ৭৮.৬৮ শতাংশ
দক্ষিণ দিনাজপুর- ৭৯.৪৪ শতাংশ
দার্জিলিং- ৬৫.৮৬ শতাংশ
হুগলি- ৭৮.০৭ শতাংশ
হাওড়া- ৭৯.৩৩ শতাংশ
জলপাইগুড়ি- ৮১.৪৫ শতাংশ
ঝাড়গ্রাম- ৮২.৪৭ শতাংশ
কালিম্পং- ৬৭.২১ শতাংশ
মালদা- ৮০.০৬ শতাংশ
মুর্শিদাবাদ- ৮০.৯৬ শতাংশ
নদিয়া- ৮০.৫৮ শতাংশ
উত্তর ২৪ পরগনা- ৮০.৪৯ শতাংশ
পশ্চিম মেদিনীপুর- ৮২.৫৯ শতাংশ
পূর্ব বর্ধমান- ৮০.১৩ শতাংশ
পূর্ব মেদিনীপুর- ৮৪.৭৯ শতাংশ
পুরুলিয়া- ৮১.৪৪ শতাংশ
দক্ষিণ ২৪ পরগনা- ৮১.৪৪ শতাংশ
উত্তর দিনাজপুর- ৭৯.৫৯ শতাংশ