ধর্মতলা থেকে গোয়েন্দাদের জালে মাদক পাচারকারী, উদ্ধার ২০ কোটির হেরোইন

ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মাদকের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় ২০ কোটি টাকা।

ধর্মতলা থেকে গোয়েন্দাদের জালে মাদক পাচারকারী, উদ্ধার ২০ কোটির হেরোইন
ধর্মতলা থেকে গ্রেফতার মাদক পাচারকারী
Follow Us:
| Updated on: Dec 05, 2020 | 2:34 PM

কলকাতা: ২০ কোটি টাকার মাদক-সহ লালবাজারের গোয়েন্দাদের জালে ধরা পড়ল এক মাদক পাচারকারী। ধৃত হালিম শেখের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪ কেজি হেরোইন (Drug Smugglers)।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ধর্মতলা এলাকায় অভিযান চালান লালবাজারের নারকোটিক সেলের গোয়েন্দারা। সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালোন হয়। উদ্ধার হয় চার কেজি হেরোইন। এরপরেই হালিম শেখকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মাদকের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় ২০ কোটি টাকা।

আরও পড়ুন: ভ্যাকসিন নিয়ে কেমন আছেন? মাথাব্যথা, গা বমি করে? কী বললেন ফিরহাদ

প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, মালদা থেকে এই মাদক কলকাতায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখানে কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর আগে কলকাতায় ধৃত মাদক পাচারকারীদের সঙ্গে হালিম শেখের কোনও যোগসূত্র আছে কিনা সেদিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।