ভ্যাকসিন নিয়ে কেমন আছেন? মাথাব্যথা, গা বমি করে? কী বললেন ফিরহাদ
কলকাতার প্রথম নাগরিক হিসেবে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ভ্যাকসিন (Covid Vaccine) নেওয়ার পর অতিবাহিত হয়েছে ৪৮ ঘণ্টার বেশি। এখন কেমন আছেন তিনি?
কলকাতা: রাজ্যের প্রাক্তন প্রথম নাগরিক হিসেবে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ভ্যাকসিন (Covid Vaccine) নেওয়ার পর অতিবাহিত হয়েছে ৪৮ ঘণ্টার বেশি। এখন কেমন আছেন তিনি? এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ জানালেন তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতির কথা।
ভ্যাকসিন নিয়ে কলকাতার প্রাক্তন প্রথম নাগরিক বলেন, “ভ্যাকসিন নেওয়ার পর থেকে ঠিকই আছি। কোনও অসুবিধা নেই। ওনারাও ফোন করেছিলেন কেমন আছি জানতে। আলাদা শুতে বলেছেন। মাথাব্যথা, গা বমি করে কিনা এসব খেয়াল রাখতে বলেছেন।“
এদিন প্রচারমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও নিশানায় নেন ফিরহাদ হাকিম। বলেন, “সাত মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে না। ওরা সব কিছু করতে পারে। ১০ কোটি মানুষের মনে মমতার নাম। দিলীপ ঘোষ সেটা বুঝতে পারবে না। মন কি বাত বলে বাতেলা আমরা করি না। আমরা মানুষের পাশে থেকে কাজ করি।“
আরও পড়ুন: ‘আমি মরে গেলে তাঁরা জায়গা নেবে’, মমতার কথায় বক্সীর চোখে জল
অন্যদিকে এদিন শোভন-বৈশাখীকে নিয়েও মুখ খোলেন ফিরহাদ। গতকাল এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মিলি আলামিন কলেজের টিচার ইনচার্জকে (বৈশাখী বন্দ্যোপাধ্যায়) উপড়ে ফেলে দেওয়া উচিত।“ এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে এদিন রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন শোভন-বৈশাখী। ঘটনা নিয়ে তদন্তের দাবি জানান এই যুগল। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, “আমি আমার কাজ করছি। ওরা ওদের কাজ করুক। শোভন-বৈশাখী নিয়ে কিছু বলার মানসিকতা আমার নেই।“
আরও পড়ুন: বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে উপড়ে ফেলা সহজ নয়, ফিরহাদকে ওপেন চ্যালেঞ্জ শোভন-বান্ধবীর