Weather Update: এখনও ফলোঅন খাটছে মানুষ, ফের দক্ষিণবঙ্গে ঝোড়ো ইনিংস খেলতে নামছে নিম্নচাপ!
Weather update: টানা দু' দিন বৃষ্টিতে ভেসেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বুধবার অবশ্য রোদের দেখা মিলেছে। নিম্নচাপ সরেছে মধ্যপ্রদেশের দিকে। কিন্তু এর পিছনেই আরও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বাংলা লাগোয়া বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে।
কলকাতা: টানা দু’ দিন বৃষ্টিতে ভেসেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বুধবার অবশ্য রোদের দেখা মিলেছে। নিম্নচাপ সরেছে মধ্যপ্রদেশের দিকে। কিন্তু এর পিছনেই আরও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বাংলা লাগোয়া বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। সেটিও নিম্নচাপে ঘনীভূত হতে পারে। যার জেরে ফের ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। কলকাতাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরা।
নিম্নচাপের বৃষ্টিতে, বুধবার দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টি হয়েছে। এদিন কলকাতায় প্রধানত মেঘলা আকাশ ছিল। তবে বৃষ্টি আর সেভাবে হয়নি। নিম্নচাপ ওড়িশার ভিতরে ঢুকে পড়ায় দুর্যোগ থেকে বড় রেহাই পেয়েছে বাংলা। যদিও উত্তরবঙ্গে ছাপিয়ে উঠেছে করলা নদী। প্লাবিত জলপাইগুড়ির ওয়ার্ডের পর ওয়ার্ড। নদীয়ার শান্তিপুরে জলের মধ্যেই ঘর করছেন গ্রামবাসী।
নতুন করে ভারি বৃষ্টি না হলেও জমা জলেই পটাশপুরে বন্যা পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। টানা বৃষ্টির কারণে বাগুই কেলেঘাই-সহ একাধিক নদীতে জলস্ফীতি। গ্রামের মধ্যে হু হু করে ঢুকছে জল। রাস্তাঘাট পুকুর-মাঠ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। মধুপুর, নৈপুর-সহ বিভিন্ন গ্রামে বন্যার জল ঢুকতে শুরু করেছে। জলমগ্ন ২৫টির বেশি গ্রাম। জল যন্ত্রণায় নদিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে একাধিক জেলা। এই প্রেক্ষিতে ফের বৃষ্টি বাড়লে কী হবে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের।
বুধবার খানিক বিরতির পর বৃহস্পতিবার সকালের মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এছাড়া বৃহস্পতিবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।
তাছাড়া বাকি জেলাগুলির আবহাওয়ার উন্নতি হলেও আগামী ৪৮ ঘণ্টায় ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখে দিয়েছে। শুক্রবার নাগাদ বাংলা লাগোয়া বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপে ঘনীভূত হলে সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
বঙ্গে চরম ভারী বর্ষণ হয়েছে ইতিমধ্যেই। কলাইকুণ্ডায় ২৭৫ মিলিমিটার, মেদিনীপুরে ২৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে জেলার বিশেষ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণের ভিন্নতা দেখা গিয়েছে। যেমন উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ১৮২ মিলিমিটার, হলদিয়া ১৭৪, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অঝোর বৃষ্টি হয়েছে সল্টলেক, বারাকপুর অঞ্চলে। দমদমে ১৫৯, সল্টলেকে ১৩৬, বর্ধমানে ১১৮ মিলিমিটার পরিমাণ বৃষ্টি হয়েছে। এছাড়া আলিপুরে ১০২ মিলিমিটার, ক্যানিংয়ে ৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাই ফের বৃষ্টির পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের।
আরও পড়ুন: বিজেপি কর্মীকে ভ্যাকসিন না দেওয়ায় নিজের কর্মীকে শো-কজ অভিষেকের