কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়ার পর অসুস্থ বেলেঘাটা আইডি-র অধ্যক্ষা
অধ্যক্ষাকে পর্যবেক্ষণে রাখা জরুরি বলে মনে করছেন চিকিৎসকেরা।
কলকাতা: কোভিশিল্ডের (Covishield) দ্বিতীয় ডোজ নেওয়ার পরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষা অনিমা হালদার। আইডি’র ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি ভর্তি রয়েছেন।
সোমবার রাজ্য জুড়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। ওই দিনই দ্বিতীয় ডোজ নেন অনিমা হালদার। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সোমবার বিকেল তিনটে থেকে অণিমাদেবীর বমির সঙ্গে পায়খানা শুরু হয়। রাতে বমির মাত্রা বৃদ্ধি পায়। মাথা ঘুরতে থাকে অণিমাদেবীর।
আরও পড়ুন: সিইউ ক্যাম্পাসে ‘টুম্পা সোনা’ গান! সংস্কৃতির পরিপন্থী বলছেন উপাচার্য, অন্যায় দেখছে না তৃণমূল
মঙ্গলবার সকালে তাঁকে আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। অধ্যক্ষাকে পর্যবেক্ষণে রাখা জরুরি বলে মনে করছেন চিকিৎসকেরা। তবে দ্বিতীয় ডোজের পরে এ ধরনের শারীরিক অসুস্থতায় আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছেন টিকা বিশেষজ্ঞরা।