এন্টালির বহুতল থেকে উদ্ধার তাজা বোমা, পুলিসকে খবর দিল সামরিক গোয়েন্দারা
কারা বোমা মজুত করত, কীভাবে মিলিটারির কাছে খবর গেল সবটাই খতিয়ে দেখছে এন্টালি থানার আধিকারিক।
কলকাতা: কলকাতায় উদ্ধার তাজা বোমা। মিলিটারি ইন্টেলিজেন্সের দেওয়া তথ্য অনুসারে এন্টালিতে (Entally )তল্লাশি অভিযান চালায় পুলিস। উদ্ধার হয় ২ বাক্স তাজা বোমা।
শনিবার বিকালেই এন্টালি থানার স্যার সৈয়দ আহমেদ রোডে একটি নির্মীয়মাণ বাড়িতে অভিযান চালায় পুলিস। দুটি বাক্সে ২২ টি তাজা বোমা উদ্ধার করা হয় । সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি শহর কলকাতাতেও নাশকতার উপকরণ মজুত করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন এসটিএফ কর্তারা।
তদন্তে জানা গিয়েছে, ওই বাড়ির মালিক হলেন নাসিম আখতার, শামীম আখতার। এই দু’জন ছাড়াও প্রোমোটার কওসরকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিস। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে বোমা মজুত করা হত কিনা, তা খোঁজ নিচ্ছেন গোয়েন্দারা।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীকে কৈলাসের কটাক্ষ বুঝিয়ে দিল ওরা নারী বিদ্বেষী’, টুইটারে গর্জন তৃণমূলের মহিলা ব্রিগেডের তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বোমা তৈরি হত এখানে। কীভাবে মিলিটারির কাছে সে খবর গেল সবটাই খতিয়ে দেখছে এন্টালি থানার আধিকারিকরা। এর পিছনে প্রোমোটিং বিবাদ নাকি অন্য কোনও ইস্যু রয়েছে, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।