তথ্য তালাসের ঘুঁটি সাজাতে শুরু করেছে সিবিআই, ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার ‘স্পেশ্যাল ১০৯’
Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় সব থেকে বেশি আক্রান্ত তিনটি জেলায় গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন গোয়েন্দারা।
কলকাতা: ভোট পরবর্তী হিংসার ঘটনায় নিয়োগ করা হল সিবিআইয়ের ৮৪ জন তদন্তকারী অফিসারকে। টিম বেড়ে হল ১০৯ জন।
মোট ৮৪ জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই দলে। জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার।
প্রত্যেক জোনের টিমে ২১ জন করে তদন্তকারী অফিসার বা আইও। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন 4 যুগ্ম অধিকর্তারা। পৌঁছেছেন বেশিরভাগ ডিআইজি ও এসপি। আজ বৈঠকে বসবে পূর্ণাঙ্গ দলটি।
এদিকে সিবিআইয়ের চিঠি পাওয়ার পর ডিজির নির্দেশে রাজ্যে দায়ের হওয়া ভোট পরবর্তী হিংসার এফআইআর কপি ও কেস ডিটেইলস সিবিআই দফতরে পৌঁছনো শুরু হয়েছে। ডিজির নির্দেশে সব জেলার এসপি-রা রিপোর্ট পাঠাচ্ছেন।
রাজ্য পুলিশের পাঠানো কেস ডিটেইলস খতিয়ে দেখা শুরু হয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলায় পাঁচ বিচারপতির আলাদা আলাদা পর্যবেক্ষণ থাকলেও, সকলেই সর্বসম্মতভাবে গুরুতর অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছেন। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে নির্দেশ আদালতের নজরদারিতে, খুন, ধর্ষণ, ধর্ষণের চেষ্টার অভিযোগের তদন্ত করবে সিবিআই। অনান্য অভিযোগের তদন্ত করবে সিট।
ভোট পরবর্তী হিংসায় সব থেকে বেশি আক্রান্ত তিনটি জেলায় গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন গোয়েন্দারা। ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণে আক্রান্তদের সঙ্গে কথা বলে ‘মোডাস অপারেন্ডি’ জানার চেষ্টা করা হবে। তার ভিত্তিতেই তৈরি হবে প্রাথমিক রিপোর্ট।
রাজ্য পুলিশের এফআইআর কপির ভরসায় না থেকে সরাসরি আক্রান্তদের সঙ্গে কথা বলে প্রাথমিক রিপোর্ট তৈরি হবে। তা পাঠানো হবে দিল্লিতে। সোমবারই বেলেঘাটায় নিহত বিজেপি কর্মী অভিজিত সরকারের দাদা বিশ্বজিতের সঙ্গে কথা বলেছেন সিবিআই কর্তারা। দু’ঘণ্টার কথোপকথনে কলকাতা পুলিশের বেশ কয়েকজন অফিসারের নাম তুলে ধরেছেন। তাঁদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তাঁরা।
ধর্ষণ, খুন মামলার তদন্তভার হাতে নিয়েছেন সিবিআই-এর ‘ক্যাপ্টেন কুল’ অখিলেশ সিং। মঙ্গলবারই তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন তিনি। অখিলেশ সিং এবার স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। খুন, ধর্ষণের ঘটনার তদন্ত করবেন তিনি। অসম ক্যাডারের আইপিএস অখিলেশ একজন দক্ষ আধিকারিক। পরবর্তী তিনি ডিআইজি র্যাঙ্কের অফিসার হন। দুর্নীতি দমন ও স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ- দুটি শাখার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি।
এর আগে বাংলায় যে মামলাগুলিতে শাসকদলের নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে, যেমন নারদ মামলা কিংবা কয়লা-গরু পাচার চক্র- তাতে বেশি কৌশলী ভূমিকায় তদন্ত সামলেছেন অখিলেশ সিং। এমনকি যেদিন নারদা কাণ্ডে চার নেতা মন্ত্রীকে গ্রেফতার করে নিয়ে আসা হয়, সেদিনও নিজাম প্যালেসে উপস্থিত ছিলেন অখিলেশ সিং। ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার নিজের টিম সাজিয়ে নিল সিবিআই। ১০৯ জনের টিম এবার কাজ করবে ভোট পরবর্তী হিংসার তথ্য তালাসের। আরও পড়ুন: ‘মহিলা মুুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা শিক্ষিকারাই হেনস্থার শিকার’, শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টায় সরব দিলীপ