আটটি ধাপে সম্পন্ন হচ্ছে টিকাকরণের গোটা প্রক্রিয়া, জন প্রতি সময় লাগছে ১ ঘণ্টা!

কীভাবে চলছে ড্রাই রান? আপাতত আটটি ধাপে শেষ হচ্ছে গোটা প্রক্রিয়া। দেখে নিন এক নজরে

আটটি ধাপে সম্পন্ন হচ্ছে টিকাকরণের গোটা প্রক্রিয়া, জন প্রতি সময় লাগছে ১ ঘণ্টা!
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 08, 2021 | 3:22 PM

কলকাতা: রাজ্য জুড়ে হচ্ছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। কলকাতার এসএসকেএম হাসপাতালেই সদস্য রয়েছেন মোট ৯ হাজার। সকাল ৯ টা থেপকে শুরু হয়েছে প্রক্রিয়া। নির্বাচনী থেকে শুরু করে টিকাকরণের গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে কত সময় লাগছে, সেটা দেখাই হচ্ছে প্রাধান্য বিষয়।

কীভাবে চলছে ড্রাই রান? আপাতত আটটি ধাপে শেষ হচ্ছে গোটা প্রক্রিয়া। দেখে নিন এক নজরে…

১. নাম নথিভুক্তের পর প্রত্যেক স্বেচ্ছাসেবকের মোবাইলে একটি এসএমএস যায়।

২. এদিন বুথ থেকে ৫০ মিটার দূরে নিরাপত্তারক্ষীকে দেখাতে হচ্ছে সেই এসএমএস।

৩. এরপর তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক এবার রেজিস্ট্রেশন বুথে গিয়ে আবারও সেই এসএমএস দেখাচ্ছেন। সেখান থেকে হাতে পাচ্ছেন একটি স্লিপ।

৪. এরপর মূল বুথ চত্বরে প্রবেশ করলেন স্বেচ্ছাসেবক। সেখানে থাকা আরেক রক্ষীকে সেই স্লিপ দেখাচ্ছেন। তারপর তাঁকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওয়েটিং রুমে।

৫. ওয়েটিং রুমেই স্বেচ্ছাসেবকের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। হচ্ছে ফিজিক্যাল চেপ আপ।

৬. মূল টিকাকরণের বুথটি চট দিয়ে ঘেরা রয়েছে। ওয়েটিং রুম থেকে স্বেচ্ছাসেবককে ডেকে নেওয়া হচ্ছে সেই রুমে। চট দিয়ে ঘেরা বুথে চিকিৎসক সিরিঞ্জ ‘পুশ’ করছেন।

৭. বুথেই পাশে রাখা রয়েছে ল্যাপটপ। সেখানে ‘ভ্যাক্সিনেসন ডান’ ‘টিক অন’ করে দেওয়া হচ্ছে। নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে।

৮. এরপর ফের স্বেচ্ছাসেবককে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওয়েটিং রুমে। সেখানে তাঁকে তিরিশ মিনিট পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তিনি কোনওরকম অসুস্থতা বোধ করছেন কিনা, তা দেখা হচ্ছে।

গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগছে এক ঘণ্টা। চিকিৎসকরা চেষ্টা করছেন গোটা প্রক্রিয়াটি ৪৫ মিনিটে শেষ করতে। সাতটি ধাপে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করা যায় কিনা, তা ভেবে দেখছেন চিকিৎসকরা।

এসএসকেএম হাসপাতালেই সদস্য রয়েছেন ৯ হাজার। এসএসকেএম-এর আওতায় রয়েছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, বাঙুর হাসপাতাল, পিজি, পলিক্লিনিক , পুলিস হাসপাতাল, এসএসকেএম পুলিস ফাঁড়ি। এসএসকেএম মূল চত্বরে দুটি বুথ রয়েছে। দুটি বুথ পিজিতে, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চারটি বুথ।

এসএসকেএম-এ টিকাকরণের ড্রাই রান

এসএসকেএম কর্তৃপক্ষ লক্ষ্য স্থির করেছেন, প্রত্যেক দিন ৫০০ জন সদস্যকে টিকা দেওয়া হবে। তবে স্বাস্থ্য কর্তাদের অভিমত, প্রত্যেক দিন ৪০০ সদস্যের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলা ভাল। সেটি ভেবে দেখা হচ্ছে।

শুক্রবার গোটা রাজ্যে চলছে টিকাকরণের ড্রাই রান। হুগলির ,পোলবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ইমামবাড়া জেলা হাসপাতাল ও বাঁশবেড়িয়া পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে হয়েছে ড্রাই’রান। উত্তর ২৪ পরগনার তিনটি কেন্দ্রে, হালিশহর, বারাকপুর সদর বাজার, বারাসতে ড্রাই রান হয়। মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রে ড্রাই রান হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, হরিপাড়া চোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বহরমপুর পৌরসভার রবীন্দ্রনাথ টেগোর প্রাইমারি স্কুলে ড্রাই রান হয়।

আরও পড়ুন: নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ফাঁস করার ‘অপরাধে’ অধ্যাপককে সাসপেন্ড করল বিশ্বভারতী

জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লক হাসপাতাল , সদর হাসপাতাল, সুলকাপাড়া গ্ৰামীণ হাসপাতাল ও ধূপগুড়ি হাসপাতালে হয়। শিলিগুড়ি হাসপাতাল, নকশালবাড়ি হাসপাতাল এবং দার্জিলিং সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের ড্রাই রান হচ্ছে।