সৌরভের বিশ্রামের প্রয়োজন, হাসপাতালে গিয়ে ছবি তোলা ব্যক্তিগতভাবে পছন্দ নয়: দিলীপ

যত নির্বাচন এগিয়ে আসবে আরও চমক বাড়বে আর এটাই স্বাভাবিক বলে দাবি দিলীপের।

সৌরভের বিশ্রামের প্রয়োজন, হাসপাতালে গিয়ে ছবি তোলা ব্যক্তিগতভাবে পছন্দ নয়: দিলীপ
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Jan 29, 2021 | 11:26 AM

কলকাতা: “ওঁ অসুস্থ, বিশ্রামের প্রয়োজন রয়েছে। বারবার হাসপাতালে গিয়ে তাঁকে বিব্রত করার প্রয়োজন নেই। ওটা ছবি তোলার জায়গা না। আমরা কেউই ডাক্তার নই।” সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) অ্যাপলো হাসপাতালে মুখ্যমন্ত্রীর  (CM Mamata Banerjee) দেখতে যাওয়া প্রসঙ্গে মত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

এ বিষয়ে তাঁর মত, “আমরা কেউ ডাক্তার নই ,মুখ্যমন্ত্রীও ডাক্তার নন। এই সময় অসুস্থ হলে মানুষের বিশ্রাম দরকার। সেটা ছবি তোলার জায়গা নয়। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের জিনিস পছন্দ করি না।”  সঙ্গে তিনি এও বলেন, “আমিও চাই না আমার পার্টির লোক গিয়ে ভিড় জমান ।ডাক্তার বা কারও কাছ থেকে খোঁজ নিতে পারেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি ওঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক।” উল্লেখ্য, সৌরভকে দেখতে বৃহস্পতিবার ফের হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাজের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন. প্রথমবার বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় ভর্তি হয়েছিলেন, তাঁকে দেখতে গিয়েছিলেন রাজ্যের প্রথম সারির অনেক বিজেপি নেতাই। তাঁদের উদ্দেশেও এদিন এই পরামর্শ দেন বঙ্গ বিজেপি সভাপতি।

শুক্রবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বঙ্গ সফর নিয়েও বেশ কয়েকটি চমকপ্রদ তথ্য দেন। তিনি বলেন, “অমিত শাহ দুইদিনের রাজ্য সফর ঘিরে চমক থাকছে। বিজেপি মানে এখন চমক। দিল্লিতে মোদিজি উন্নয়নের চমক দিচ্ছেন। আমরা সংগঠনের চমক দিচ্ছি।” যত নির্বাচন এগিয়ে আসবে আরও চমক বাড়বে আর এটাই স্বাভাবিক বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: সৌরভকে দেখতে ফের হাসপাতালে মমতা

অমিত শাহ রাজ্যে আসলেই যোগ দেওয়ার একটা চমক থাকে। প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানালেন, এখনও পর্যন্ত তালিকা তাঁদের কাছে এসে পৌঁছয়নি। তবে তালিকা ভারি হবে বলেই দাবি করেন তিনি।