সৌরভকে দেখতে ফের হাসপাতালে মমতা
গত বুধবার ফের অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে দেখতে অ্যাপোলো হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: সৌরভকে দেখতে বৃহস্পতিবার ফের হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই হার্টে কিছু সমস্যা দেখা দেওয়ায় স্টেন্ট বসানো হয়েছিল সৌরভের। সেবারও হাসপাতালে গিয়ে মহারাজের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নিয়ে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর গত বুধবার ফের অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে দেখতে অ্যাপোলো হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই সৌরভের দুটি স্টেন্ট বসানোর প্রক্রিয়া শেষ হয়েছে। এরপর তাঁকে বেডে দেওয়া হয়েছে। এর আগে একটি স্টেন্ট বসানো হয়েছিল। বাকি দুটি ব্লকেজেই বসানো হল স্টেন্ট। এক ঘন্টা ধরে চলেছে সেই প্রক্রিয়া। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। সৌরভের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড।
পরবর্তী চিকিৎসার বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নেওয়া হলেও সৌরভের বাইপাস সার্জারি হবে না বলেই জানা গিয়েছে। বাইপাস সার্জারির সম্ভাবনা বাতিল করে দিয়েছেন চিকিৎসকেরা। আপাতত সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল, কথাও বলছেন তিনি। বুধবার নতুন করে অস্বস্তি হওয়ায় ফের তাঁর ইসিজি হয়। রিপোর্টে কিছু বদল লক্ষ্য করা যায়। অন্য দু’টি ব্লকেজের চিকিৎসাও দ্রুত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। চিকিৎসকের মতামত অনুযায়ীই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন বিসিসিআই সভাপতি।
বুধবার রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ। খেয়েছেন হালকা খাবার। রুটিন রক্ত পরীক্ষা করানো হয়েছে। সেই রিপোর্ট অবশ্য স্বাভাবিক। চিকিৎসক আফতাব খান, সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভের জন্য কলকাতায় আসছেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠিও।
আরও পড়ুন: মমতার নজরে বাংলার হিন্দিভাষীরা! নয়া সমীকরণের ইঙ্গিত?
সপ্তাহ তিনেক আগে তিনি যখন প্রথমবার অসুস্থ হন। তখন তাঁকে উডল্যান্ড নার্সিং হিমে ভর্তি করা হয়। সেই সময়ই তাঁর হৃৎপিণ্ডের ধমনীতে তিনটি ব্লকেজ ধরা পড়ে। একটিতে স্টেন্ট বসানো হলেও বাকি দু’টিতে পরে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।