Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্ট্র্যান্ড রোডে জেসপ বিল্ডিং লাগোয়া গুদামে আগুন! পকেট ফায়ারে সকালে নতুন করে আতঙ্ক

Strand Road Fire: রাতভর চালানো হয় কুলিং প্রসেস। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।

স্ট্র্যান্ড রোডে জেসপ বিল্ডিং লাগোয়া গুদামে আগুন! পকেট ফায়ারে সকালে নতুন করে আতঙ্ক
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 8:38 AM

কলকাতা: ফের রাতের কলকাতায় বিধ্বংসী অগ্নিকান্ড (Strand Road Fire)। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ ৩০ নম্বর স্ট্র্যান্ড রোডের জেসব বিল্ডিং লাগোয়া একটি বহুতলের দোতালায় রাবারের গুদামে আগুন লাগে। আরও দুটি দোকানেও ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ১৫ টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় অনেকটাই আয়ত্তে আগুন।

রাতভর চালানো হয় কুলিং প্রসেস। গুদামের মধ্যে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় বুধবার সকাল থেকে বিক্ষিপ্ত ভাবে দেখা যাচ্ছে পকেট ফায়ার। ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন। চালানো হচ্ছে কুলিং প্রসেস। যদিও নতুন করে আগুন ছড়ানোর কোনও আশঙ্কা নেই বলে খবর দমকল সূত্রে।

আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। এলাকাটি ভীষনই ঘিঞ্জি। সংশ্লিষ্ট রাবারের গুদামটি মূল রাস্তা থেকে ভেতরে হওয়ার কারণে প্রায় পাঁচ ফুটের সংকীর্ণ গলিতে ঢোকানো সম্ভব হয়নি দমকলের ইঞ্জিন। তাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

আরও পড়ুন: এখনও ফোন পান নি দিলীপ! মন্ত্রিসভায় বাংলার কারা? পাঁচ জন বাদেও উঠে আসছে আরেক নাম

পাশাপাশি রাবারের ওই গুদামে কোনও রকম অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। তাই আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। পকেট ফায়ার গুলি থেকে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, তার জন্য রাতভোর চালানো হয় কুলিং প্রসেস। কোনও হতাহতের খবর নেই।