Kolkata Fire: ফের শহরে অগ্নিকাণ্ড, এবার শরৎ বোস রোডের টেলারিং কারখানায় আগুন

Kolkata Fire: স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই বহুতলে একাধিক পরিবারের বাস। এক আবাসিকের ঘরেই প্রথম আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই ধোঁয়া দেখতে পান।

Kolkata Fire: ফের শহরে অগ্নিকাণ্ড, এবার শরৎ বোস রোডের টেলারিং কারখানায় আগুন
শরত্ বোস রোডে আগুন (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2021 | 1:58 PM

কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। ১৫১ শরৎ বোস রোডে একটি বহুতলে আগুন লেগেছে বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দমকলের ৩ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। বাসিন্দাদের বাইরে বার করে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, টেলারিং কারখানা ছিল ওই বহুতলে। বন্ধ ছিল। দোতলায় আগুন লাগে। ৩ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পকেট ফায়ার রয়েছে কিনা, তা দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাই ধোঁয়া দেখতে পান। প্রাথমিকভাবে তাঁরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু ঘিঞ্জি ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ভয় রয়েছে। খবর যায় দমকলে।

দ্রুত দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকাবাসীদের দ্রুত সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। প্রত্যেককে নিরাপদে বহুতল থেকে বার করে আনা হয়েছে।

খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শহরের অগ্নিকাণ্ডে বড় বিপদের আশঙ্কা আজকাল থেকেই যায়। সেক্ষেত্রে আগে থেকে সতর্ক দমকল, বিপর্যয় মোকাবিলা দফতর। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে। আগুন নেভানোর কাজে এদিন দমকলকে সাহায্য করেন স্থানীয় বাসিন্দারাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের থেকেই আগুন লেগেছে।

প্রসঙ্গত, গত শুক্রবারই চেতলা হাটের একটি বস্তিতে এদিন সকালে আগুন লাগার ঘটনা ঘটে। একেবারে ঘিঞ্জি এলাকা হওয়ায় পরিস্থিতি মুহূর্তে ভয়াবহ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় ঘরে তিনটি বাচ্চা ছিল। তাদের নাম রাঘব মিশ্র, মাধব মিশ্র ও সাক্ষী মিশ্র। ছয় থেকে দশ বছরের মধ্যে তিনজনের বয়স। এর মধ্যে সাক্ষী মিশ্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়। তাদের তিনজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়।

সঙ্গে সঙ্গে দমকলের লোকজন গেলেও ঘিঞ্জি এলাকা বলে গাড়ি ঢোকানো সম্ভব হয়নি। পাইপে জল এনে তা দিয়েই আগুন নেভানোর কাজ চলে। স্থানীয় আবাসনগুলি থেকেও বালতি ভরে জল ঢালতে থাকেন মানুষ। সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চলতি সপ্তাহেই প্যারাডাইস সিনেমা হলের কাছে ৩০ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটে আগুন লাগে। রাত ৯ টা নাগাদ এক বহুতলের বন্ধ অফিস থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কলুটোলা স্ট্রিটের অগ্নিকাণ্ডের ভয়াবহতার ক্ষত এখনও ভীষণ দগদগে। দমকলের ২০ টি ইঞ্জিন পৌঁছে গিয়েছিল সেখানে। কিন্তু তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না দমকল কর্মীরা। গোটা বহুতলটিকে গ্রাস করে সর্বখেকো। আবারও বহুতলে আগুনের ঘটনায় অশনী সঙ্কেত দেখছেন দমকলকর্মীরা। ঘিঞ্জি এলাকায় বিপদ বেশি। তাই আগেভাগেই সতর্কতা নিয়েছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন: Gariahat Double Murder: ভিকির দুই সঙ্গীকে জেরা করে নয়া তথ্য, কাঁকুলিয়া খুনে নয়া মোড়

আরও পড়ুন: West Bengal School: সময়সীমা ধার্য করে ডেটা জমা দেওয়ার নির্দেশ, স্কুল খুলতে বিকাশ ভবনের উদ্যোগ