সংগঠন চাঙ্গা করতে এবার কি দায়িত্ব তরুণদের হাতে? গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে সিপিএম
Kolkata: কয়েকদিন আগেই সম্পূর্ণ হয়েছে কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কলকাতা: সংগঠনকে কীভাবে চাঙ্গা করা যায়? তার সদুত্তর খুঁজতে এবার সিপিএম (CPM) রাজ্য কমিটি। আগামিকাল, বৃহস্পতিবার থেকে শুরু হবে বৈঠক। থাকতে পারেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
সংগঠনের দুর্বলতার পাশাপাশি তরুণ প্রজন্মকে সামনের সারিতে আনা, বিভিন্ন কমিটির খোলনলচে বদলে ফেলার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। রাজ্য নেতৃত্বের বক্তব্য, সংগঠন মজবুত না হলে আদতে কোনও লাভ হবে না। মানুষ বিজেপির বিকল্প হিসাবে তৃণমূলকে বেছে নেবে। সেক্ষেত্রে সংগঠনকে জোরদার করার লক্ষ্যেই এগোচ্ছে সিপিএম।
কয়েকদিন আগেই সম্পূর্ণ হয়েছে কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, দুদিনের বৈঠকে সম্মেলনকেন্দ্রীয় আলোচনা হবে। কোন কোন নেতাকে সামনে আনা যায়, কোন কোন নেতৃত্ব সামনে আসবেন, কাদেরকে দায়িত্ব দিলে সংগঠন আরও মজবুত করা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে।
দলে তরুণদের বিশেষ জায়গা দেওয়া নিয়েও আলোচনা হবে। ২০১৫ ও ২০১৬ সালের রাজ্য প্লেনামের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গে যুবদের পার্টিতে জায়গা করে দিতে হবে। সংখ্যাটা ২০% হতে পারে। যেটা বর্তমানে মাত্র ৫%। শতাংশের বিচারে এই সংখ্যা কীভাবে বাড়ানো যায়, তা তলিয়ে ভাবা হচ্ছে।
উল্লেখ্য কয়েকদিন আগেই রাজ্য কমিটির বৈঠকে সংযুক্ত মোর্চা গঠন নিয়ে প্রশ্ন উঠেছিল। বিমান বসু, মহম্মদ সেলিমদের কাঠগড়ায় তুলেছিলেন রাজ্য কমিটির সদস্যরা। মোর্চা গঠন সঠিক ভাবে হয়নি বলেছিলেন বাম শরিকরাও। সূত্রের খবর, এবার রাজ্যে বিধানসভা নির্বাচনে মোর্চা গঠনের ফর্মুলা নিয়ে ভিন রাজ্যের প্রতিনিধিদের নিশানায় থাকেন পশ্চিমবঙ্গের সিপিএম নেতৃত্ব। সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকেও বঙ্গ সিপিএমের সংগঠন নিয়ে বিস্তর আলোচনা করা হয়। আরও পড়ুন: ‘খেলা হবে দিবস’ পালনের বিরোধিতা? শুভেন্দুর আর্জির পরই রাজ্যপালের দিল্লি সফর ঘিরে চর্চা তুঙ্গে