CNG Bus: সিএনজি বাস পরিষেবা শুরু কলকাতায়, কোন রুটে চলবে, আসনই বা কত রইল বিস্তারিত

CNG: নতুন এই পাঁচটি বাস আনা হয়েছে ইন্দোর থেকে। মোট ২০টি বাসের বরাত দেওয়া হয়েছিল ইন্দোরের এক বেসরকারি সংস্থাকে।

CNG Bus: সিএনজি বাস পরিষেবা শুরু কলকাতায়, কোন রুটে চলবে, আসনই বা কত রইল বিস্তারিত
সিএনজি বাস পরিষেবা। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2022 | 5:23 PM

কলকাতা: কলকাতায় প্রথম বেসরকারি সিএনজি বাস পরিষেবা শুরু হয়ে গেল। সোমবার নিউটাউনে নতুন এই পরিবেশবান্ধব বাস পরিষেবার সূচনা করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সাবার্বান বাস সার্ভিসেসের তরফে এই বাস পরিষেবা শুরু করা হচ্ছে। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে রাজ্য পরিবহণ দফতরের সহযোগিতায় পাঁচটি বাস চলাচল করবে নিউটাউনের সাপুরজি থেকে উল্টোডাঙার ১৫ নম্বর সরকারি বাস স্ট্যান্ডের মধ্যে। পরিবেশবান্ধব এই বাসগুলিতে থাকছে ৩১টি বসার আসন। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “একটি সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছে, যারা সারা কলকাতায় সিএনজি গ্যাস সাপ্লাই করবে। এখন আমরা রিফিলিং করছি। খুব তাড়াতাড়িই আমাদের গ্যাসের লাইনও চলে আসবে। তবে বিভিন্ন পাম্পে সিএনজি সাপ্লাই শুরু হয়ে গিয়েছে। পরিবহণ দফতরের ডিপোতে সরকারি ও বেসরকারি সিএনজি বাসের গ্যাস নেওয়ার ব্যবস্থা থাকছে। কসবাতে আমরা ডিপোতে গ্যাস পরিষেবা চালু করব। সিএনজি ছাড়াও ইলেকট্রিকচালিত গাড়ি চালানোর চেষ্টা করছি। তার জন্য সিইএসসি-র সঙ্গে আলোচনাও হয়েছে। সব বিষয়েই প্ল্যানিং করা হচ্ছে।”

পরিবহণ দফতরের এক কর্তার কথায়, “পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে রাজ্য চাইছে গোটা পরিবহণ ব্যবস্থাকেই সিএনজি-তে রূপান্তরিত করতে। সেই কর্মসূচিতেই গত বছর পরিবহণ মন্ত্রী সরকারি সিএনজি বাস চালু করেছেন। এ বার বেসরকারি উদ্যোগেও সিএনজি বাস চালু হচ্ছে। এরপর ধাপে ধাপে গোটা পরিবহণ পরিষেবা সিএনজি-তে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য।”

নতুন এই পাঁচটি বাস আনা হয়েছে ইন্দোর থেকে। মোট ২০টি বাসের বরাত দেওয়া হয়েছিল ইন্দোরের এক বেসরকারি সংস্থাকে। প্রথম ধাপে তারা পাঁচটি বাসই বাস মালিকদের দিতে পেরেছে। তাই প্রথম পর্যায়ে সেই বাসগুলিই রাস্তায় নামানো হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই ২০টি বেসরকারি সিএনজি বাস নিউটাউনের রাস্তায় চলাচল করবে। সবকটিই বাস হবে বাতানূকূল। সরকারের ঠিক করে দেওয়া ভাড়াই আপাতত নেবেন বেসরকারি বাস মালিকরা। যদিও গত বছর থেকেই রাজ্য পরিবহণ দফতর সরকারি উদ্যোগে সিএনজি বাস পরিষেবা শুরু করে দিয়েছে।