প্রয়াত সাহিত্যিক সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়

ফের সাহিত্য তথা সংবাদ জগতে শোকের ছায়া। প্রয়াত সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় (Sirso Banerjee)।

প্রয়াত সাহিত্যিক সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 18, 2021 | 9:50 AM

কলকাতা: ফের সাহিত্য তথা সংবাদ জগতে শোকের ছায়া। প্রয়াত সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় (Sirso Banerjee)। সোমবার রাতে গড়িয়াহাটে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৫০।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার আপাত সুস্থই ছিলেন তিনি। ভোররাতে বাথরুমে যান, কিন্তু দীর্ঘক্ষণ সেখান থেকে না বেরনোয় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। সকালে বাথরুমে দরজা খুলে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ে। চিকিৎসকরা এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সংবাদ জগতেও প্রখ্যাত ছিলেন শীর্ষ বন্দ্যোপাধ্যায়। একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে তিনি কাজ করেছেন। তাঁর লেখা উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হল ‘শার্দুল সুন্দরী’। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪।

আরও পড়ুন: ২ মন্ত্রী জেলে, হাসপাতালে মদন-শোভন! হেভিওয়েটদের স্বাস্থ্যে কড়া নজর রেখেই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি সিবিআইয়ের

সোমবার রাত্রেই ফেসবুকে জলরঙে আঁকা কালো আকাশের ছবি পোস্ট করে লিখেছিলে, ‘ওরে ঝড় নেমে আয়।’ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সাহিত্য তথা সংবাদ জগত।