মেট্রোর সংখ্যা কমছে এক ধাক্কায়, বদল হচ্ছে সময়সূচিও, জেনে নিন বিস্তারিত তথ্য…

শনিবার পর্যন্ত মেট্রোর সংখ্যা কমিয়ে আপ ও ডাউন মিলিয়ে ২১৬ টির পরিবর্তে ১৯২ টি ট্রেন চালানো হবে। সকাল সাড়ে ৭ টার বদলে সকাল ৮ টা থেকে মেট্রো চলা শুরু করবে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে।

মেট্রোর সংখ্যা কমছে এক ধাক্কায়, বদল হচ্ছে সময়সূচিও, জেনে নিন বিস্তারিত তথ্য...
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 06, 2021 | 5:04 PM

কলকাতা: রাজ্য সরকারের সুপারিশ মেনে আগামিকাল, অর্থাৎ ৭ মে থেকে একধাক্কায় অর্ধেক হয়ে যেতে চলেছে মেট্রোর সংখ্যা। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত মেট্রোর সংখ্যা কমিয়ে আপ ও ডাউন মিলিয়ে ২১৬ টির পরিবর্তে ১৯২ টি ট্রেন চালানো হবে। সকাল সাড়ে ৭ টার বদলে সকাল ৮ টা থেকে মেট্রো চলা শুরু করবে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে। সকাল ৮ টায় মেট্রো চলবে দমদম থেকেও।

অন্যদিকে, এতদিন শেষ ট্রেন দক্ষিণেশ্বর থেকে রাত ৮ টা ৪৮ এবং দমদম ও কবি সুভাষ থেকে রাত ৯ টায় ছাড়া হচ্ছিল। সেই সময়েও পরিবর্তন আনছে কলকাতা মেট্রো। নতুন সময়সূচি অনুযায়ী, দমদম ও কবি সুভাষ থেকে সন্ধ্যা ৮ টায় শেষ মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে।

আরও পড়ুন: চ্যালা কাঠ, বাঁশ নিয়ে তাড়া, ছোড়া হল আধলা ইট! মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে ‘হামলা’

ছুটির দিন রবিবারের ক্ষেত্রেও বদল হচ্ছে সময়সূচি। মেট্রো সূত্রে খবর, রবিবার ৯৬ টির বদলে ৮০ টি ট্রেন চালানো হবে। সকাল ৯ টার বদলে সকাল ১০ টায় পরিষেবা শুরু হবে। অন্যান্য দিনের মতোই সন্ধ্যা ৮ টায় শেষ ট্রেন ছাড়বে দমদম এবং কবি সুভাষ থেকে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হয়েই শীতলকুচির তদন্তে কড়া মমতা, সিআইডির নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল

প্রসঙ্গত, গতকালই নবান্নে এক সাংবাদিক বৈঠক করে রাজ্যে লোকাল ট্রেনের চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে করোনা সংক্রমণ এড়াতে পরিবহনের ক্ষেত্রেও ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে চালানোর নির্দেশিকা দেয় রাজ্য। সেই সুপারিশ অনুযায়ী এ বার মেট্রো কমছে কলকাতায়।