Kolkata Metro Fare: মেট্রোয় গঙ্গা পার হতে কত টাকা লাগবে? জানুন ভাড়ার ‘ফুল চার্ট’
Kolkata Metro Fare: দেশে প্রথমবার নদীর তলা দিয়ে চলছে মেট্রো। ইতিহাস তৈরি হয়েছে বাংলায়। বুধবার সেই মেট্রো পরিষেবার উদ্বোধনের পর মেট্রোয় চেপেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে একাধিকবার সফল ট্রায়াল হয়েছে এই মেট্রোর।
কলকাতা: গঙ্গার নীচ দিয়ে এগিয়ে যাবে মেট্রো। পরিকল্পনা শুরু হওয়ার পর থেকেই অপেক্ষায় ছিল রাজ্যবাসী। অবশেষে আজ বুধবার চালু হল সেই মেট্রো পরিষেবা। নতুন রুটে মেট্রো চলবে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত। ফলে, হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ যে আরও সহজ হল তা বলাই যায়। তবে শুধু হাওড়া-এসপ্লানেড নয়, এই রুট চালু হওয়ার পর জুড়ে গেল কলকাতা মেট্রোর একাধিক স্টেশন। হাওড়া ময়দান থেকে গড়িয়া বা দক্ষিণেশ্বর যাওয়াও সহজ হল আরও। বিভিন্ন রুটে যাতায়াতের ক্ষেত্রে কত ভাড়া লাগবে, সেই তালিকা প্রকাশ করা হয়েছে মেট্রোর তরফে।
একনজরে দেখে নিন পুরো তালিকা: (হাওড়া ময়দান থেকে ভাড়াগুলি ধার্য করা হয়েছে)
হাওড়া রেল স্টেশন পর্যন্ত- ৫ টাকা।
মহাকরণ স্টেশন পর্যন্ত- ১০ টাকা।
এসপ্লানেড পর্যন্ত- ১০ টাকা।
দক্ষিণেশ্বর পর্যন্ত- ৩০ টাকা।
বরাহ নগর পর্যন্ত- ৩০ টাকা।
নোয়াপাড়া পর্যন্ত- ৩০ টাকা।
দমদম পর্যন্ত- ২৫ টাকা।
বেলগাছিয়া পর্যন্ত- ২৫ টাকা।
শ্যামবাজার পর্যন্ত- ২৫ টাকা।
শোভাবাজার-সুতানুটি পর্যন্ত- ২০ টাকা।
গিরীশ পার্ক পর্যন্ত- ২০ টাকা।
মহাত্মা গান্ধী রোড পর্যন্ত- ২০ টাকা।
সেন্ট্রাল পর্যন্ত- ১৫ টাকা।
চাঁদনী চক পর্যন্ত- ১৫ টাকা।
পার্ক স্ট্রিট পর্যন্ত- ১৫ টাকা।
ময়দান পর্যন্ত- ১৫ টাকা।
রবীন্দ্র সদন পর্যন্ত- ২০ টাকা।
নেতাজী ভবন পর্যন্ত- ২০ টাকা।
যতীন দাস পার্ক পর্যন্ত- ২০ টাকা।
কালীঘাট পর্যন্ত- ২৫ টাকা।
রবীন্দ্র সরোবর পর্যন্ত- ২৫ টাকা।
মহানায়ক উত্তম কুমার (টলিগঞ্জ) পর্যন্ত- ২৫ টাকা।
নেতাজী (কুঁদঘাট) পর্যন্ত- ২৫ টাকা।
মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী) পর্যন্ত- ৩০ টাকা।
গীতাঞ্জলি (নাকতলা) পর্যন্ত- ৩০ টাকা।
কবি নজরুল (গড়িয়া বাজার) পর্যন্ত- ৩০ টাকা।
শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) পর্যন্ত- ৩০ টাকা।
কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত- ৩০ টাকা।
সত্যজিৎ রায় পর্যন্ত- ৩৫ টাকা।
জোতিরিন্দ্র নন্দী পর্যন্ত- ৪০ টাকা।
কবি সুকান্ত পর্যন্ত- ৪০ টাকা।
হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত- ৫০ টাকা।
দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত- ৪০ টাকা।
হাওড়া ময়দান থেকে অন্য রুটের মেট্রোতে ওঠার জন্য এসপ্লানেড থেকে মেট্রো বদল করতে হবে। তবে রেলের মতোই এ ক্ষেত্রে একসঙ্গে পুরো যাত্রাপথের টিকিট কেটে নেওয়া যাবে। সেই হিসেবেই এই তালিকা তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে গঙ্গার তলায় রয়েছে দুটি স্টেশন- হাওড়া ময়দান ও হাওড়া স্টেশন। অর্থাৎ গঙ্গার তলা পার করতে যাত্রীদের লাগবে ১০ টাকা।