Kolkata Metro: নাগরিক ক্লান্তির মাঝে কিছুটা বিনোদন, এবার মেট্রোয় বাজবে গান

Metro: মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই এর জন্য একটি সংস্থার সঙ্গে দু' বছরের চুক্তি হয়েছে।

Kolkata Metro: নাগরিক ক্লান্তির মাঝে কিছুটা বিনোদন, এবার মেট্রোয় বাজবে গান
দোলের সকালে থাকবে না কলকাতা মেট্রোর কোনও পরিষেবা। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 12:36 PM

কলকাতা: এবার মেট্রোতে (Kolkata Metro) উঠলেই শুনতে পাওয়া যাবে গান। যাত্রীদের যাত্রাপথে খানিক বিনোদনের জন্যই এই ব্যবস্থা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কয়েকদিনের মধ্যেই এই সুবিধা যাত্রীদের দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এর আগে মেট্রোর মধ্যে অ্যাড্রেস সিস্টেম থেকে কেবল জরুরি ঘোষণা এবং মেট্রোর স্টেশন বা পরবর্তী স্টেশনের নাম শোনানো হতো। এবার এই সমস্ত পরিষেবার সঙ্গেই যাত্রীদের গান শোনানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই এর জন্য একটি সংস্থার সঙ্গে দু’ বছরের চুক্তি হয়েছে। নন ফেয়ার রেভিনিউয়ের ক্ষেত্রে এটিও অন্যতম পদক্ষেপ বলে মনে করছেন মেট্রো আধিকারিকরা। এর আগে পূর্ব রেলের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, যদিও সেটা বর্তমানে অধিকাংশ লোকাল ট্রেনেই আর শুনতে পাওয়া যায় না।

মেট্রো রেল সূত্রে খবর, সবরকম গানই বাজানো হবে মেট্রোর ভিতর। বিভিন্ন সময়ের মুড অনুযায়ী বাজবে গান। ওল্ড ক্লাসিক থেকে বাংলার চিরকালীন সেরা গান থাকবে সবই। কিন্তু কেন এরকম পরিকল্পনা নিল মেট্রো রেল? সূত্রের খবর, একটা বড় বিপর্যয়কে সামাল দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে জনজীবন। দীর্ঘদিনের ঘরবন্দি হয়ে থাকা মানুষগুলো আসতে আসতে আবার আগের মতো হওয়ার চেষ্টা করছে। সুর বা মিউজিক যে কোনও পরিবর্তনেই যোগ্যতম সঙ্গত হতে পারে। একটা পজিটিভ ভাইভ দেয় মনকে। সেই সমস্ত দিক চিন্তা করেই যাত্রী বিনোদনের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে।

২০২২-২৩ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রো প্রকল্পের জন্য বড় ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পগুলির জন্য ২ হাজার ৩১৬ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য। এছাড়া নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের কাজে জন্যও ৫০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে ব্যারাকপুর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর সম্প্রসারণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

দেখুন বাঙালিয়ানা:

** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী

** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার