Paray Shikshalay: পাড়ায় শিক্ষালয়ে রান্না করা মিড ডে মিল, বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের
Midday Meal: দীর্ঘদিন ধরে কোভিডের কারণে রান্না করা খাবার দেওয়া বন্ধ ছিল মিড-ডে মিলে। বদলে চাল, ডাল, আলু দেওয়া হোত অভিভাবকদের হাতে।
কলকাতা: পাড়ার শিক্ষালয়ে রান্না করা খাবার দিতে হবে। বৃহস্পতিবারই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পাড়ায় শিক্ষালয় চলাকালীন রান্না করা মিড ডে মিল দিতে হবে।’ আগামী ৭ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পাড়ায় শিক্ষালয়ে আপাতত পড়াশোনা করবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, ২ ঘণ্টা ক্লাস করবে পড়ুয়ারা। পঠনপাঠন শেষে মিড ডে মিল খেয়ে বাড়ি যাবে তারা। সেই মিড ডে মিলে রান্না করা খাবার দেওয়া হবে বলেই নির্দেশ মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরে কোভিডের কারণে রান্না করা খাবার দেওয়া বন্ধ ছিল মিড-ডে মিলে। বদলে চাল, ডাল, আলু দেওয়া হোত অভিভাবকদের হাতে। এবার রান্না করা খাবারই ফের চালু হতে চলেছে। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে যে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, এদিনই তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। অনেকেই অভিযোগ তুলছিল, রান্না করা খাবার না পেয়ে অপুষ্টিতে ভুগছে পড়ুয়ারা। কারণ, প্রত্যন্ত এলাকায় এমন বহু স্কুল রয়েছে যেখানকার পড়ুয়াদের কাছে এই মিড ডে মিল আক্ষরিক অর্থেই গুরুত্বপূর্ণ।
তবে পাড়ায় শিক্ষালয়ে রান্না করা খাবার কীভাবে দেওয়া হবে তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। কারণ, বলা হয়েছে পাড়ায় ক্লাস হয়ে রান্না কোথায় হবে? যদিও শিক্ষা দফতর সূত্রে খবর, সমস্ত সমাধানই ডিআইরা করে ফেলবেন। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে শিক্ষা দফতর থেকে।
রাজ্য সরকারের পাড়ায় পাঠশালা প্রকল্প আপাতত প্রাথমিক স্কুলের পড়ুয়াদের কথা মাথায় রেখে শুরু করা হচ্ছে। প্রি প্রাইমারি থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের সুবিধা পাবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাজ্যের ৫০ হাজার ১৫৯টিরও বেশি প্রাথমিক স্কুল এবং ১৫ হাজারেরও বেশি শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়া এর সুবিধা পাবে। বৃহস্পতিবারই নেতাজি ইনডোর স্টেডিয়ামের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পাড়ায় শিক্ষালয়ে মিড ডে মিল রাখা হবে।”
দেখুন বাঙালিয়ানা:
** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী
** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার