সপ্তাহান্তে মেট্রো সফর এখন আরও সহজ! জেনে নিন কোন সুবিধা পাবেন যাত্রীরা
নিত্যযাত্রীদের পাশাপাশি মূলত সপ্তাহান্তের পর্যটকদের কথা মাথায় রেখে সফরের ক্ষেত্রে বিধি শিথিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
কলকাতা: নিত্যযাত্রীদের জন্য আরেকটু রেহাই। এখন থেকে শনি ও রবিবার মেট্রো (Kolkata Metro) সফরের সময় দেখাতে হবে না ই-পাস (E Pass)। নিত্যযাত্রীদের পাশাপাশি মূলত সপ্তাহান্তের পর্যটকদের কথা মাথায় রেখে সফরের ক্ষেত্রে বিধি শিথিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
বছরের শেষ মাসের শেষ ১৫ দিনে ঢুকে পড়েছে ক্যালেন্ডার। শীত এলেই ময়দান, ভিক্টোরিয়া বা চিড়িয়াখানার মতো জায়গায় ভীড় জমায় বাঙালি। সঙ্গে বড়দিন ও বর্ষবরণের রাতও এগিয়ে আসছে। এ বছর অতিমারির জেরে শহরবাসী দীর্ঘ সময় ঘরে বসে থেকেছে ঠিকই। তবে মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, বছরের শেষ দিনগুলোতে ভীড় বাড়বে। তাই আপাতত ছুটির দিনগুলোতে ই-পাস ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো।
আরও পড়ুন: রাস্তা আটকে উঠছে দেওয়াল, আম জনতার জীবনে হস্তক্ষেপ বিশ্বভারতীর! উপাচার্যকে তোপ অমর্ত্য সেনের
একই সঙ্গে আসছে মরসুমে পর্যটকদের ভীড়ের কথা মাথায় রেখে এই দিনগুলোতে মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে। আগামী রবিবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ছে। এখন থেকে ছুটির দিনেও ১০২টি মেট্রো চলবে। দুই মেট্রোর মাঝে ব্যবধান ২০ থেকে কমিয়ে এখন ১৫ মিনিট অন্তর চালানো হবে। দমদম, কবিসুভাষ থেকে যাত্রা মেট্রো যাত্রা শুরু করবে সকাল ৯ টায়। নোয়াপাড়া থেকে সকাল ৯.০৯ মিনিটে। শেষ মেট্রো দমদম ও কবিসুভাষ থেকে ৯.২৫ মিনিটে ছাড়বে।
আরও পড়ুন: আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার ছেলের, দুর্ঘটনা নাকি অন্য কিছু?