তেইশেই শেষ হবে মেট্রোর ৩ রুটের কাজ

মেট্রো জিএম-র কথায়, "কাজের জন্য পর্যাপ্ত টাকা আমরা পেয়েছি।" এই প্রসঙ্গে তিনি জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্যও পর্যাপ্ত টাকা পাওয়া গিয়েছে।

তেইশেই শেষ হবে মেট্রোর ৩ রুটের কাজ
খুব শীঘ্র শুরু হচ্ছে বিমানবন্দর-বারাকপুর মেট্রো প্রকল্পের কাজ প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 8:21 PM

কলকাতা: ফুরিয়ে আসছে অপেক্ষার প্রহর। খুব শিগগিরই প্রস্তাবিত নতুন তিনটি রুটেও মেট্রো (Kolkata Metro) পেতে চলেছে শহরবাসী। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। মেট্রোর জিএম মনোজ যোশী এ দিন জানিয়েছেন, কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত টাকা তাঁরা পেয়েছেন। ফলে আগামী দু’বছরের মধ্যে মেট্রোর তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন মেট্রো কর্তৃপক্ষ।

আগামী দুবছরের মধ্যে জোকা-মোমিনপুর, কবি সুভাষ-সায়েন্স সিটি এবং নোয়াপাড়া-বিমানবন্দরের রুটের কাজ শেষ হয়ে যাবে। মেট্রো জিএম-র কথায়, “কাজের জন্য পর্যাপ্ত টাকা আমরা পেয়েছি।” এই প্রসঙ্গে তিনি জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্যও পর্যাপ্ত টাকা পাওয়া গিয়েছে। এর কাজ আগামী দু’বছরে মধ্যে শেষ হয়ে যাবে।

আরও পড়ুন: ক্লাবগুলিকে প্রায় ৮৩ কোটি টাকা অনুদান দিয়ে মমতা বললেন ‘ওরাই বিপদে-আপদে পাশে থাকে’

অন্যদিকে, তারাতলা ও মাঝেরহাট হয়ে জোকা-মোমিনপুর মেট্রোর কাজও একই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যদিও, কবি সুভাষ থেকে বিমানবন্দরের প্রকল্প এখনই শেষ হচ্ছে না। বরং দুই বছরের মধ্যে কবি সুভাষ থেকে সায়েন্স সিটি পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: এমন ভাবে ফিরে আসব, ভাবতে পারবেন না, সব জবাব পেয়ে যাবেন: ‘আত্মপ্রত্যয়ী’ মমতা