Kolkata Metro: মেট্রো চালু তো হচ্ছে, কিন্তু সবাই উঠতে পারবেন কি? সঙ্গে কী কী রাখতে হবে?

Kolkata Metro: শহরবাসীকে কিছুটা রেহাই দিয়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য শুরু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

Kolkata Metro: মেট্রো চালু তো হচ্ছে, কিন্তু সবাই উঠতে পারবেন কি? সঙ্গে কী কী রাখতে হবে?
কলকাতা: হাতে আর এক মাস সময়ও বাকি নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলে এসেছে দুয়ারে। আগামী মাসে এই সময় পুজো থাকবে মধ্যগগণে। সেই কথা মাথায় রেখে এ বার এক ধাক্কায় মেট্রো পরিষেবা (Kolkata Metro) আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 9:36 PM

কলকাতা: লাগাম আলগা হলেই কখন তৃতীয় ঢেউ এসে পড়ে! খানিকটা যেন এই আশঙ্কা থেকেই কোভিড বিধিনিষেধের মেয়াদ আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার। কিন্তু লোকাল ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে বুধবারের বিজ্ঞপ্তিতে কিছুই জানায়নি নবান্ন। যা নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে অসন্তোষের ছবিটা স্পষ্ট। তবে শহরবাসীকে কিছুটা রেহাই দিয়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য শুরু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও এ ক্ষেত্রে বহু নিয়মাবলী পালন করতে হবে।

প্রথমত, আগের মতো সপ্তাহের ৭ দিন এখন আর পরিষেবা মিলবে না। শুধুমাত্র পাঁচদিন, অর্থাৎ সোম থেকে শুক্র পরিষেবা পাবেন যাত্রীরা। টোকেন কোনও মতেই পাওয়া যাবে না। শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই যাতায়াত করা সম্ভব হবে। আগামী শুক্রবার, অর্থাৎ ১৬ জুলাই থেকে সাধারণ যাত্রীরা উঠতে পারবেন মেট্রোয়। সকাল ৮ টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত মিলবে পরিষেবা। যদিও শনিবার স্টাফ স্পেশাল মেট্রো চালানো হবে। কিন্তু রবিবার পুরোপুরি বন্ধ থাকবে পরিষেবা। গত বছরের মতো এ বছর অবশ্য ভিড় নিয়ন্ত্রণের জন্য কোনও ই-পাসের কথা ঘোষণা করা হয়নি মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।

মেট্রো রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দিনে ১৯২ টি ট্রেন নিয়েই পরিষেবা চলবে। প্রতিটি ট্রেনে গড়ে ৬০০ জন যাত্রী উঠতে পারবেন। যেহেতু এখনও লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়নি, সেই কারণে খুব বেশি ভিড় হওয়ার আশঙ্কাও করছে না মেট্রো কর্তৃপক্ষ। তাই দিনে ১ লক্ষ থেকে ১ লক্ষ ২৫ হাজার যাত্রী বহনের লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে। মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। টোকেন পাওয়া যাবে না। তাই কাছে স্মার্ট কার্ড না থাকলে মেট্রো কাউন্টারে এসে তা কিনে নিতে হবে। নয়তো চড়া যাবে না মেট্রোয়। আরও পড়ুন: বন্ধই থাকছে লোকাল ট্রেন, রাজ্যে ফের বাড়ল বিধি-নিষেধের মেয়াদ