Kolkata Metro: মঙ্গলে মেট্রোর পরিষেবায় কাটছাঁট, গড়াবে না ৪৪টি মেট্রোর চাকা, কখন পাবেন প্রথম মেট্রো

Kolkata Metro: সারা দিনে ২৩৪টি মেট্রো চলাচল করবে দক্ষিণেশ্বর - কবি সুভাষ লাইনে। স্বাভাবিক দিনে কলকাতা মেট্রোর এই নর্থ-সাউথ করিডরে আপ - ডাউন মিলিয়ে ২৮৮টি মেট্রো চালানো হয়। ছুটির দিন থাকার কারণে, ৪৪টি মেট্রো কম চালানো হবে মঙ্গলবার।

Kolkata Metro: মঙ্গলে মেট্রোর পরিষেবায় কাটছাঁট, গড়াবে না ৪৪টি মেট্রোর চাকা, কখন পাবেন প্রথম মেট্রো
কলকাতা মেট্রোImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 8:57 PM

কলকাতা: মঙ্গলবার কলকাতা মেট্রোর পরিষেবায় কাটছাঁট। আগামিকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। সরকারি ছুটির দিন। তাই আগামিকাল কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর – কবি সুভাষ লাইনে মেট্রো পরিষেবা অন্যান্য দিনের তুলনায় কম চালানো হবে। সারা দিনে ২৩৪টি মেট্রো চলাচল করবে দক্ষিণেশ্বর – কবি সুভাষ লাইনে। স্বাভাবিক দিনে কলকাতা মেট্রোর এই নর্থ-সাউথ করিডরে আপ – ডাউন মিলিয়ে ২৮৮টি মেট্রো চালানো হয়। ছুটির দিন থাকার কারণে, ৪৪টি মেট্রো কম চালানো হবে মঙ্গলবার।

কলকাতা শহরের একপ্রকার লাইফলাইন হল মেট্রো পরিষেবা। ব্যস্ত শহরের যানজট এড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর জন্য শহরবাসীর প্রথম পছন্দ মেট্রোই। শুধু কলকাতাবাসীই নন, শহরতলি ও মফস্বলের প্রচুর মানুষ, যাঁরা নিত্যদিন কাজের তাগিদে কলকাতায় আসেন, তাঁরাও তাড়াতাড়ি কর্মক্ষেত্রে যাওয়ার জন্য মেট্রোই পছন্দ করেন। সেক্ষেত্রে আগামিকাল ছুটির মেট্রো পরিষেবা কম চলার কারণে, সমস্যায় পড়তে পারেন অনেকে।

যদিও প্রথম মেট্রো ও শেষ মেট্রোর ক্ষেত্রে সময়ের কোনও বদল আনা হচ্ছে না। দমদম, কবিসুভাষ, দক্ষিণেশ্বর – তিনটি জায়গা থেকেই অন্যান্য দিনের মতোই সকালবেলা মেট্রো পাওয়া যাবে। রাতের শেষ মেট্রোর সময়সূচিও অপরিবর্তিত থাকছে।

দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ মেট্রো রাত সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৭টায় এবং শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটে।

প্রথম মেট্রো ও শেষ মেট্রোর পরিষেবায় কোনও বদল না হলেও, ৪৪টি মেট্রো কম চলবে আগামিকাল। ফলে দুটি মেট্রোর মধ্যবর্তী ব্যবধান অনেক ক্ষেত্র বেড়ে যাবে। তাই আগামিকাল মেট্রোয় কোথাও যাওয়ার প্ল্যানিং থাকলে, হাতে অবশ্যই সময় নিয়ে বেরোন।